ষষ্ঠ শ্রেণির চতুর্থ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট

Class-6-Seience 4th week Assignment

Contents

অধ্যায় ও বিষয় বস্তুর নাম: 

বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু

বিজ্ঞান কী?

পাঠ -১ বিজ্ঞান কী?

পাঠ ৫-৪পরিমাপের প্রয়োজনীয়তা

পাঠ -৬ : মৌলিক ও যৌগিক

পাঠ ৭ : ভেরের একক

দৈর্ঘ্য, ভর ও সময়

পাঠ -১০: ক্ষেত্রফল ও তার পরিমাপ

পাঠ -১১ : আয়তন ও তার পরিমাপ ।

পাঠ -১২।  তরল পদার্থের আয়তন নির্ণয়

তরল পদার্থের আয়তন নির্ণয় (তাপমাত্রার | পরিমাপ)

নির্ধারিত কাজ ষষ্ঠ শ্রেণীর চতুর্থ সপ্তাহের বিজ্ঞান
অ্যাসাইনমেন্ট

তােমার পড়ার টেবিলের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা একটি স্কেলের সাহায্যে পরিমাপ করে খাতায় লিখ।

২. এটি ঘরের কতটুকু জায়গা (আয়তন) দখল করেছে তা বের কর।

নির্ধারিত কাজ ২ এর উত্তর:

[Ads]
  • আমার পড়ার টেবিলের দৈর্ঘ্য = ১০০ সেন্টিমিটার
  • আমার পড়ার টেবিলের প্রস্থ = ৭০ সেন্টিমিটার।
  • আমার পড়ার টেবিলের উচ্চতা = ৬০ সেন্টিমিটার
[Ads]

আমার পড়ার টেবিল ঘরের ভেতরের যেটুকু জায়গা দখল করবে সেটাই হবে তার আয়তন।

আমরা জানি,

  • আয়তন = (দৈর্ঘ্যxপ্রস্থxউচ্চতা) ঘন একক
[Ads]
  • সুতরাং আমার পড়ার টেবিলের আয়তন=(১০০x৭০x৬০) ঘন সেন্টিমিটার।

আমরা জানি,

  • আয়তন = (দৈর্ঘ্যxপ্রস্থ×উচ্চতা) ঘন একক
  • সুতরাং আমার পড়ার টেবিলের আয়তন=(১০০x৭০x৬০) ঘন সেন্টিমিটার। =৪২০০০০ ঘন সেন্টিমিটার।

উত্তর: এটি ঘরের ৪২০০০০ ঘন সেন্টিমিটার জায়গা দখল করেছে।

মূল্যায়ন নির্দেশক

  • নির্ভুল তথ্য ও যুক্তি সম্মত ব্যাখ্যা প্রদান করা l
  • প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর প্রদানের সক্ষমতা থাকতে হবে l
  • প্রশ্নের অনুধাবন ক্ষমতা প্রয়োগ ও বিষয়বস্তুর গভীরতা নিশ্চিত করা
  • প্রয়ােগ ক্ষমতা থাকতে হবে l

অতি উত্তম

১. সঠিক ও ধারাবাহিক উপস্থাপন

২, তথ্য ও সূত্রের সঠিক ব্যবহার

৩. লক্ষ্যনীয়মাত্রায় সৃজনশীল উপস্থাপন

১. সঠিক ও ধারাবাহিক উপস্থাপন

২, তথ্য ও সূত্রের সঠিক ব্যবহার

৩, উপস্থাপনে নিজস্বতা ও সৃজনশীলতা

ভালো:

১, সঠিক ও ধারাবাহিক উপস্থাপন

২, তথ্য ও সুত্র ব্যবহার আংশিক সঙ্গতিপূর্ণ।

৩. লেখায় আংশিকমাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা

অগ্রগতি প্রয়োজন:

১, বিষয়বস্তু সঠিকতা ও ধারাবাহিকতার অভাব

২. তথ্য ও সূত্র প্রয়ােগে ত্রুটি

৩, লেখায় নিজস্বতা ও সৃজনশীলতার অভাব

I Boss Host BD