গুচ্ছ (ক-খ-গ) ভর্তি পরীক্ষার ফলাফল ২০২১

গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল ২০২০২১ l Integrated Admission Test Results 2020-21. Similarly, Bunch admission test results 2020-21. জিএসটি এডমিশন রেজাল্ট l GST Admission Test Result. গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২১ l গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল l গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল l গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন l গুচ্ছ ভর্তি আবেদন,গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার নিয়মাবলী,গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা ওয়েবসাইটগুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার যোগ্যতাগুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন লিংক l গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক ফলাফল ২০২১. GST Admission Eligible List (GST Primary Selection List 2021). প্রাথমিক আবেদনের ফলাফল

Contents

গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক ফলাফল

As a matter of fact, the time of the initial application process for the Graduation, First Year Admission Test of the 2020 21 session has extended. ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন কার্যক্রমের সময় বাড়ানো হয়েছে l সেজন্য ভর্তি পরীক্ষার সময় পেছানো হয়েছে l ভর্তির আবেদন চলমান লকডাউন পরিস্থিতি শেষ হওয়ার ১০ দিন চলবে l অর্থাৎ লকডাউন শেষ হওয়ার ১০ দিন অব্দি প্রাথমিক আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা l তারপর প্রাথমিক আবেদন থেকে বাছাইকৃত পরীক্ষার্থীরা চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের ফলাফল প্রকাশ করা হবে l আপাতত প্রাথমিক ফলাফলের তারিখ চূড়ান্ত করা হয় নি l কেননা লকডাউন পরিস্থিতি কতদিন চলবে তা সঠিকভাবে বলা সম্ভব হচ্ছে না l গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল ২০২০-২১ l

গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২১

শিক্ষার্থীদের দুর্ভোগ ও আর্থিক খরচ কমাতে বেশ কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা করা হয়ে আসছে l করোনা পরিস্থিতি জন্য শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে l এরই ফলশ্রুতিতে উচ্চশিক্ষা সহ মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা চলমান রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে l এর জন্য গুচ্ছ ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে l ২০ টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিষয়ভিত্তিক ভর্তি পরীক্ষায় মোট তিনটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে l

গুচ্ছ ভিত্তিতে অনুষ্ঠেয় কুড়িটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন কার্যক্রমের সময় বাড়ানো হয়েছেl সেই সাথে মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের নূন্যতম যোগ্যতা ও কমানো হয়েছে l তবে বিজ্ঞান শাখায় আবেদনের সব শর্ত অপরিবর্তিত থাকবে l প্রাথমিক আবেদনকারীদের থেকে মেধার ভিত্তিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে এবং যোগ্য শিক্ষার্থীরা মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে ৬০০ টাকা জমা দিয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য চূড়ান্ত আবেদন করতে পারবেন l পরীক্ষার্থীরা গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন অফিশিয়াল সাইট থেকে (gstadmission.ac.bd)

গুচ্ছ ভর্তি পরীক্ষার যোগ্যতা

in other words, eligibility for bunch admission test has slightly modified. The qualifications of the humanities and commerce candidates have reduced somewhat. On the other hand, the qualifications of the science examinees are the same as before. Those who have a total GPA-6 in the humanities and GPA-6.50 in the commerce will also able to apply anew. However, must have minimum GPA-3 in SSC and HSC exams separately. All the conditions of application in science branch will remain unchanged.

গুচ্ছ ভর্তি পরীক্ষার যোগ্যতা কিছুটা সংশোধন করা হয়েছে l মানবিক ও বাণিজ্য শাখার পরীক্ষার্থীদের যোগ্যতা কিছুটা কমানো হয়েছে l অপরদিকে বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের যোগ্যতা আগের মতোনই রয়েছে l মানবিক শাখায় মোট জিপিএ-৬ এবং বাণিজ্য শাখায় জিপিএ-৬.৫০ যাদের থাকবে, তারাও নতুন করে আবেদন করতে পারবেন l তবে, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আলাদা করে ন্যূনতম জিপিএ৩ থাকতে হবে। বিজ্ঞান শাখায় আবেদনের সব শর্ত অপরিবর্তিত থাকবে।

প্রাথমিক আবেদন

সরকার ঘোষিত চলমান লকডাউন শেষ হওয়ার পরবর্তী ১০ দিন পর্যন্ত চলবে।

https://upodesh.com/

গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক ফলাফল ২০২১

প্রাথমিক আবেদন শেষে প্রার্থী বাছাই করা হবে চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য l যেহেতু এখনও পর্যন্ত লকডাউন চলছে তাই নির্দিষ্টভাবে কবে প্রাথমিক ফলাফল প্রকাশ করা যাবে  তা বলা যাচ্ছে না l তবে ফলাফল অনলাইনে পাওয়া যাবে l Especially, keep an eye on our site to get the list of selected students for the initial application online. First of all, keep an eye on our site to get quick and accurate results upodesh.com

✔ গুচ্ছ ভর্তি পরীক্ষা ফলাফল দেখুন এখানে 👀

https://upodesh.com/

Get GST  Primary Result 2020-21 Here

পরিশেষ

Last but not least, our sole purpose is to help students with accurate information about each stage of their learning life. This is our small effort for the overall cooperation of the students in their studies. We would be grateful if anyone could help us in this endeavor.

Stay tuned with us

For more query ask us without any hesitation: Click Here

https://m.me/nhasibul

https://m.me/consciously.unconscious.7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I Boss Host BD