উল্লেখিত (শোবার ঘর, ড্রইং রুম, রান্নাঘর, খাওয়ার ঘর, পড়ার ঘর, বাথরুম) গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে ছকে সাজাও এবং সেই স্থানগুলোতে তোমার পরিবারের সদস্যরা কী কী কাজ করে তা উল্লেখ কর

[Ads]

Class 6 Home Science 3rd Week Assignment Answer, 3rd Soptaher Garhosto Biggan Assignment Somadhan, ষষ্ঠ শ্রেণীর ৩য় সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান সমাধান। 1st Home Science Assignment Solution 3rd Week For Class Six. Assignment Task 1.

Directorate of Secondary and Higher Education (dshe.gov.bd)  has concluded that they will give the understudies task for the psychological advancement of the understudies. Here we give you the depiction of the Class 9 schedule, tasks, and their answers. The DSHE has distributed a schedule for class 9 so they can without much of a stretch partake to finish their tasks. In the Syllabus, they will get how to make a task. Every weeks work will be given in the schedule, the number of things should be finished, how to finish everything. We will quickly depict it on our site. For more query visit: www.dshe.gov.bd.

https://upodesh.com/

Class 6 Home Science / Garhosto Biggan

Class-6-Home-Science-3rd-Week-Assignment

৬ষ্ঠ শ্রেণির ৩য় সপ্তাহের গার্হস্থ বিজ্ঞান / Class 6 Home Science এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ১:

২। নিম্নে উল্লেখিত গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে ছকে সাজাও এবং সেই স্থানগুলোতে তোমার পরিবারের সদস্যরা কী কী কাজ করে তা উল্লেখ কর।

[Ads]

শোবার ঘর, ড্রইং রুম, রান্নাঘর, খাওয়ার ঘর, পড়ার ঘর, বাথরুম।

গৃহের অভ্যন্তরীণ বিভিন্ন স্থানের বিন্যাসঅভ্যন্তরীণ স্থানের নামসম্পাদিত কাজ
আনুষ্ঠানিক স্থান
অনানুষ্ঠানিক স্থান
কাজের স্থান

 

নির্দেশনা

১। বিষয়বস্তু সম্পর্কে শিক্ষার্থীকে সঠিক ধারণা দিন।

২। অ্যাসাইনমেন্ট (নির্ধারিত কাজ) প্রদান করুন।

৩। কাজটি নির্ধারিত সময়ে সম্পন্ন করে জমা দিতে উৎসাহিত করুন।

গৃহের অভ্যন্তরীণ বিভিন্ন স্থানের বিন্যাস, অভ্যন্তরীণ স্থানের নাম ও সম্পাদিত কাজ

[Ads]

গৃহে প্রবেশ করার দরজা থেকে শুরু করে বারান্দা, বিভিন্ন ঘর, বাগান, গাড়ি ইত্যাদি সবই গৃহের অন্তর্ভুক্ত বিভিন্ন স্থান।

গৃহের কাজের উপর ভিত্তি করে গৃহের অভ্যন্তরীণ স্থানকে মোটামুটি তিন ভাগে ভাগ করা হয়। যথা-

১। আনুষ্ঠানিক স্থান

২। অনানুষ্ঠানিক স্থান

৩। কাজের স্থান।

নিম্নে উল্লেখিত গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে ছকে সাজাই এবং সেই স্থানগুলোতে আমার পরিবারের সদস্যরা যে যে কাজ করে তা উল্লেখ করি-

শোবার ঘর,

ড্রইং রুম,

রান্নাঘর,

খাওয়ার ঘর,

[Ads]

পড়ার ঘর,

বাথরুম ।

গৃহের অভ্যন্তরীণ বিভিন্ন স্থানের বিন্যাসঃ

আনুষ্ঠানিক স্থান :-

গৃহের অভ্যন্তরীণ স্থানের নাম-

ড্রইং রুম,

খাওয়ার ঘর।

সম্পাদিত কাজ-

• অতিথি, বন্ধু বান্ধব এলে এই স্থানে তাদের অভ্যর্থনা জানাই, আপ্যায়ন করি।

• তাদের থাকার ব্যবস্থা করে থাকি।

অনানুষ্ঠানিক স্থান :-

গৃহের অভ্যন্তরীণ স্থানের নাম-

শোবার ঘর,

পড়ার ঘর।

সম্পাদিত কাজ-

• এখানে আমরা বিশ্রাম নেই, ঘুমাই।

• এসব স্থানে আমরা পড়াশোনা, সাজসজ্জা করি ইত্যাদি।

কাজের স্থান :-

গৃহের অভ্যন্তরীণ স্থানের নাম-

[Ads]

রান্নাঘর,

বাথরুম।

সম্পাদিত কাজ-

এ স্থানে রান্না করা, বিভিন্ন রকম পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ , বিভিন্ন দ্রব্য যথাযথভাবে সংরক্ষণ ইত্যাদি কাজ করা হয়।

এছাড়াও খাবার পরিবেশন করার জন্য বাসনপত্র, গ্লাস, জগ, চামচ, ছুরি, কাঁটা চামচ, টেবিল ম্যাট ইত্যাদি যথাযথভাবে রাখার কাজগুলো হয়ে থাকে।

https://upodesh.com/

I Boss Host BD