বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম

Contents

 4th Week Class 6 Science Assignment Answer. ক্লাস সিক্সের বিজ্ঞান চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রথম প্রশ্নের উত্তর l 4th Soptaho Biggan Assignment Somadhan prothom proshno. বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম l Biddut poribahi o opribahi podarther nam. to repeat, class Six Science Assignment 4th Week 1st question Answer.

The education system was disrupted this year due to the pandemic situation. As a result, educational institutions could not conduct any final examinations. In the current context, the Ministry of Education has taken special measures to keep the education system active.  Therefore, the Bangladesh Board of Education has decided, that students will have to submit assignments instead of exams. So consistently they need to finish in any event 3 tasks in three subjects. Class Six all subjects Assignment.

You can get the syllabus And for more query visithttp://www.dshe.gov.bd/

 

As the educational institutions are closed, there is no opportunity to evaluate the students regularly. And so the Ministry of Education has taken alternative measures to verify the merit of the students. And this is an assignment. So, we will help to complete the assignment with detailed answer sheets.

 

ষষ্ঠ শ্রেণির চতুর্থ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তর আরো দেখুন🎁

Are you looking for answers to sixth-grade science fourth-week assignments? No need to bother anymore. To find the solution to your desired question on our site. Sixth Grade Fourth Week Science Assignment First Question Name Electrical Conductors and Non-Conductive Substances. (ষষ্ঠ শ্রেণির চতুর্থ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের প্রথম প্রশ্ন বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম l) Firstly you read your textbook and read this topic very carefully. Secondly, understand the topic and think about how you present this Assignment. Finally, write your Assignment.

প্রশ্ন:  বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম l

উত্তর:

“ক” নং প্রশ্নের উত্তর

বিদ্যুৎ পরিবাহী পদার্থ: সাধারণত ধাতু সমূহই বিদ্যুৎ পরিবাহী পদাথ।

যেমন:

  • তামার তার
  • রূপা
  • সােনা
  • অ্যালুমিনিয়াম
  • পারদ ইত্যাদি।

বিদ্যু অপরিবাহ পদার্থ: সকল অধাতুর বিদ্যুৎ অপরিবাহী বা বিদ্যুৎ কুপরিবাহী পদার্থ।

যেমন:

  • কাঠের টুকরা
  • প্লাষ্টিক
  • কাঁচ
  • পলিথিন
  • রাবার ইত্যাদি।

Read carefully for more information

ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মৌলিক পদার্থকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলাে ধাতু ও অন্যটি অধাতু।

এখন আমরা ধাতু ও অধাতুর কিছু বৈশিষ্ট্য জেনে নিই

ধাতু : এলুমিনিয়ামের নানা রকম পাত্র, সােনার গহনা, তামার বৈদ্যুতিক তার এগুলােকে আমরা নানা কাজে ব্যবহার করি। এ পদার্থগুলাে দেখতে কেমন? চকচকে। এটি হলাে বেশিরভাগ ধাতুর একটি সাধারণ বৈশিষ্ট্য। অন্যদিকে রান্নার কাজে আমরা এলুমিনিয়ামের পাত্র বা লােহার কড়াই ব্যবহার করি। কেন? কারণ এগুলাে চুলার আগুন থেকে তাপ পরিবহন করে রান্নার মূল উপাদানে (যেমন-চাল বা মাছ) পৌছে দেয় ও উপাদানগুলাে ঐ তাপে সিদ্ধ হয়ে যায়। অর্থাৎ ধাতুসমূহের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এরা তাপ পরিবহন করে। তাই এদের তাপ সুপরিবাহী বলে। আবার বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহার করার কারণ কী? বিদ্যুৎ পরিবহন করা অর্থাৎ ধাতব পদার্থসমূহ বিদ্যুৎ সুপরিবাহী। এককথায় বলা যায়, ধাতু বা ধাতব পদার্থসমূহ সাধারণত দেখতে চকচকে, তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী হয়।

বলতে পারবে না, কারণ ধাতুর মতাে চকচকে বা এ জাতীয় চোখে পড়ার মতাে বৈশিষ্ট্য এদের নেই। আবার এগুলাে ধাতুর ন্যায় তাপ ও বিদ্যুৎ পরিবহনও করে না। তাই এদেরকে তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী বা অপরিবাহী পদার্থ বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *