বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি তোমার আচরণ কেমন হওয়া উচিত বা অনুচিত তা একটি ছকের মাধ্যমে তুলে ধর।

5th Week Class 6 Bangla Assignment Answer, ক্লাস সিক্সের বাংলা চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর, 5th Soptaho Biggan Assignment Somadhan. ষষ্ঠ শ্রেণির পঞ্চম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টের উত্তর l Class Six Bangla Assignment 5th Week Answer. 5th Week Assignment 2021। Class 6 Bangla Assignment। ষষ্ঠ শ্রেনির পঞ্চম সপ্তাহের বাংলা এসাইনমেন্ট. As the educational institutions are closed, there is no opportunity to evaluate the students regularly. And so the Ministry of Education has taken alternative measures to verify the merit of the students. And this is an assignment. So, we will help to complete the assignment with detailed answer sheets. বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি তোমার আচরণ কেমন হওয়া উচিত বা অনুচিত তা একটি ছকের মাধ্যমে তুলে ধর।

Class-6-Bangla-Assignment-5th-Week

পঞ্চম  সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর উত্তর 

উত্তরঃ

যে সকল শিশুর ইন্দ্রিয় ক্ষমতা বৃদ্ধি বা শারীরিক ক্ষমতা এতটাই ভিন্ন যে কারণে তাদের জন্য বিশেষ শিক্ষা বা বিশেষ ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয়, সেই সকল শিশুকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলা হয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে সেইসব শিশুদের বুঝায় সমবয়স্কদের তুলনায় যাদের বুদ্ধি । সংবেদন, শারীরিক বৈশিষ্ট্য, ভাব বিনিময় ক্ষমতা ও সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য মাত্রার কম বা বেশি হয় তাকেই ব্যতিক্রমী শিশু বলে আখ্যায়িত করা হয়। অর্থাৎ যারা সাধারণের বাইরে তারাই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। আমার বিদ্যালয়ে আমার শ্রেনিতে বিশেষ চাহিদা সম্পন্ন যে সকল সহপাঠী রয়েছে তাদের প্রতি আমার আচরণ যেরূপ হওয়া উচিত বা অনুচিত তা নিয়ে একটি ছকের মাধ্যমে প্রকাশ করা হলােঃ

 

 বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের প্রতি আমার আচরণ যেরূপ হওয়া উচিত

  • বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের প্রথম সারিতে। বসানাের ব্যবস্থা করা।
  • কিছু না বুঝলে অথবা বুঝতে অসুবিধা হলে বুঝিয়ে দেওয়া।
  • সহজ, সরল ও সাবলীল ভাষায় তাদের সাথে কথা বলা।
  • তাদেরকে যে কোন সমস্যা বেছি সহযােগিতা করা।
  • তাদের কোনাে অসুস্থতা দেখা দিলে বিলম্ব না করে শিক্ষকদের জানানাে
  • তাদেরকে সব সময় হাসিখুশি তথা বিনােদনের মধ্যে রাখা।
  • শ্রেণির অন্যান্য শিক্ষার্থীরাও যেন তাদের প্রতি সহানুভূতিশীল হতে পারে সে ব্যবস্থা করা।
  • তাদের মতামতের কর দেওয়া তাদের প্রাকৃতিক দৃষ্টিভঙ্গির প্রতি গুরুত্ব আরােপ করা
  • তাদের একান্ত নিজস্ব অনুভূতির প্রতি সহমত পােষণ করা ।
  • তাদেরকে কথা বলার বা সামনে থেকে দেখার সুযােগ দেওয়া।
  • তাদের সাথে সদা ভালাে আচরণ করা।

 

বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের প্রতি আমার আচরণ যেরূপ হওয়া উচিত অনুচিত
  • তাদেরকে পেছনে রেখে সামনের সারিতে বসা।
  • তাদের কাছে কোন কিছু কঠিনভাবে উপস্থাপন ।
  • তাদেরকে প্রতিবন্ধী কিংবা অটিস্টিক বলা ।
  • তাদের যে কোন সমস্যায় এগিয়ে না আসা।
  • তাদের সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার না করা এবং বিপদে দূরে থাকা।
  • তাদেরকে অবহেলিত মনে করে উপেক্ষা করা।
  • তাদেরকে সমাজের বোঝা মনে করা তথা অন্যান্য শিক্ষার্থেিদর অন্যায় উৎসাহিত করা।
  • তাদের মতামতের প্রতি গুরুত্ব না তাদের প্রাকৃতিক দৃষ্টিভঙ্গি বা ইচ্ছার বিরুদ্ধে কাজ করা।
  • তাদের একান্ত নিজস্ব অনুভূতিতে আঘাত দেওয়া।
  • তাদেরকে কথা বলায় এবং দেখতে বাধা দেওয়া।
  • তাদের সাথে খারাপ আচরণ করা।

উপরিউক্ত উচিত এবং অনুচিত পদক্ষেপলাে সঠিক ভাবে পালন করতে পারলে সমাজ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও সাধারণ মানুষের মধ্যে যে বৈষম্য রয়েছে তা দূরীভূত হবে

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম 

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-2

অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম

মিনু গদ্য

নম্বর ও বিষয়বস্তু 

পাঠ নাম্বার 2 মিনু

এ্যাসাইনমেন্ট 

বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি তোমার আচরণ কেমন হওয়া উচিত বা অনুচিত তা একটি ছকের মাধ্যমে তুলে ধর।

নির্দেশনা 

মূল্যায়ন রুব্রিক্স।

১, বিষয়বস্ত্রর সঠিকতা ও ধারাবাহিকতা, তথ্য, | তত্ত্ব, ধারণা ইত্যাদি পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ | এবং লেখায় লক্ষণীয়মাত্রায় নিজস্বতা ও | সৃজনশীলতা থাকলে- অতি উত্তম |

২, বিষাকর সঠিকতা এ ধারাবাহি, শা, তথা, | তত্ত্ব, ধারণা ইত্যাদি পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ | এবং লেখায় আংশিক নিজস্বতা ও সৃজনশীলতা। থাকলে- উএম।

৩. বিষয়বস্তুর সঠিকতা থাকলেও ধারাবাহিকতার অভাব, তথ্য, তত্ত্ব, বারণা ইত্যাদি পাঠ্যপুস্তকের সাথে আংশিকভাবে সঙ্গতিপূর্ণ এবং লেখায় সামান্য মাত্রায় নিজস্ব ও সৃজনশীলতা থাকলে ভালো।

৪. বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতা , তথ্য, তত্ত্ব, ধারণা ইত্যাদি পাঠ্যপুঙ্ককের সাথে সঙ্গতিপূর্ণ নয় এবং লেখায় নিজস্বত্রী ও সৃজনশীলতার অভাব। থাকলে- অগ্রগতি প্রয়ােজন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I Boss Host BD