উদ্দীপকের ‘Z’ অঞ্চলের বর্ণনা দাও।

নবম শ্রেণির ষষ্ঠ সপ্তাহের ভূগোল অ্যাসাইনমেন্ট l  Class Nine sixth week Geography assignment. ৯ম শ্রেণির  ষষ্ঠ সপ্তাহের ভূগোল অ্যাসাইনমেন্টের সমাধান l  Class Nine/9 6th/Shostho Soptaho Geography/Bhugol Assignment. Such as the Class Nine vugol/Geography Sixth week assignment has published. We know the education system is closed because of the pandemic situation. After all, considering the overall aspect, the government of Bangladesh has announced the closure of educational institutions. Therefore, the government is adopting alternative methods to keep the education system active. Likewise, alternative arrangements are assignments. As well as, the Department of Secondary and Higher Education has divided the student assignments into 6 weeks. Following this, the sixth-week Science assignment published here.

বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান / বাংলাদেশ এবং বৈশ্বিক পরিচয়, আইসিটি, পদার্থবিজ্ঞান, রসায়ন, ভূগোল, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, হিসাববিজ্ঞান, ব্যবসায়িক উদ্যোগ এর জন্য ৯ম ক্লাসের অ্যাসাইনমেন্ট সমাধান। Class 9 to Class 6 Assignment. নবম শ্রেনীর প্রথম থেকে ষষ্ঠ সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২০।

Class Nine Geography Sixth Week Assignment Syllabus

Class Nine/9 Geography (ভূগোল) sixth-week assignment syllabus has published. You can get this syllabus and for more query visit: http://www.dshe.gov.bd/

(গ) উদ্দীপকের ‘Z’ অঞ্চলের বর্ণনা দাও

Ans.

উদ্দীপকে ‘Z’ অঞ্চল অর্থাৎ পলিবাহিত মাটি দ্বারা গঠিত অঞ্চল। নদীর বদ্বীপ অঞ্চল, প্লাবন ভূমিতে পলিমাটি দেখা যায় নবীন পলিমাটি ‘খাদার’ ও অনুর্বর প্রাচীন পলিমাটি ‘ভাঙর’ নামে পরিচিত;

দেশের প্রায় ৮০ ভাগ অঞ্চল পলিমাটি দ্বারা গঠিত অঞ্চল। পলি মাটি হালকা এবং আর্দ্রতাযুক্ত উর্বর মৃত্তিকা।

পলি মাটি মাঝারি আকারের কণাসম্পন্ন এবং এই মাটি বেশ শুকনো হয় ও আর্দ্রতা ভালভাবে ধরে রাখতে পারে।

এই মাটির কণাগুলি সহজেই মিশে যেতে পারে এবং বৃষ্টির সাথে ধুয়ে যাওয়ার ঝুঁকি থাকে।

নদী বাহিত পলি থেকে এই মাটির সৃষ্টি হয়েছে । পলিমাটি খুব উর্বর হয় ।

এই মাটিতে পটাশ, ফসফেরিক অ্যাসিড, চুন ইত্যাদি থাকে । পলিমাটি উর্বর হওয়ার জন্য এই মাটিতে প্রায় সব রকমের ফসল চাষ হয় ।

বিশেষত নদীর পলিযুক্ত দোআঁশ মাটি পাট চাষের জন্য অধিক উপযোগী। এই মাটিতে ধান, গম, আখ, মিলেট প্রচুর পরিমাণে চাষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I Boss Host BD