Finally, the date of admission for the first year of graduation honors at the National University has announced. Additionally, National University has announced the date of distribution of online application form for admission in the first year of Graduation Honors and Professional Courses for the academic year 2020-2021. In fact, distribution of online application form for admission will start from 8th June and will continue till 22nd June. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ আবেদন করুন l জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি ২০২০-২০২১ l অর্নাস ভর্তি ২০২০-২০২১ l জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি l জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি ২০২০-২০২১ l জাতীয় বিশ্ববিদ্যালয় আবেদনের যোগ্যতা l

 

[Ads]

Contents

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মান প্রথম বর্ষ ভর্তির তারিখ ঘোষণা হয়েছে l জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান ও প্রফেশনাল কোর্স প্রথম বর্ষের ভর্তির অনলাইন আবেদন ফরম বিতরণ তারিখ ঘোষণা করা হয়েছে l ভর্তির অনলাইন আবেদন ফরম বিতরণ শুরু হবে আগামী ৮ জুন থেকে যা চলবে  ২২ জুন পর্যন্ত l এছাড়া প্রথম বর্ষ প্রফেশনাল কোর্সেস অনলাইন আবেদন ফরম বিতরণ চলবে  ২৩ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত l ১২ আগস্ট থেকে প্রফেশনাল কোর্সের ক্লাস শুরু হবে l জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ আবেদন করুন. বিস্তারিত তথ্য পাওয়া যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.ac.bd/admissions.

[Ads]

অনার্স ১ম বর্ষের ভর্তি ২০২০-২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় l সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য l করোনাকালীন ১০ মাসের সেশনজট কমিয়ে আনার বিষয়ে দ্রুত বিশেষ একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহীত হয় l

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির নতুন নিয়ম

মূলত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা ছাড়াই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে। শিক্ষার্থীদের ভর্তির মূল্যায়ন  করা হয় তাদের এসএসসি এবং এইচএসসি ফলাফলের ভিত্তিতে। প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা প্রস্তুত করা হবে। প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর বিষয়গুলি পরীক্ষার্থীদের পছন্দের ক্রম অনুসারে বরাদ্দ দেওয়া হবে। এ ছাড়া একই প্রতিষ্ঠানে বা কলেজে একই বিষয়ে দু’জনের বেশি আবেদনকারীর প্রাপ্ত ফলাফল যদি একই হয় তবে সমস্ত আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায় প্রার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদা মেধা তালিকা প্রস্তুত করা হবে।

[Ads]

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পদ্ধতি

ভর্তি পরীক্ষা ছাড়াই এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করানো হবে। প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা তৈরী করে পরীক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির বিষয় বরাদ্দ দেয়া হবে।একই প্রতিষ্ঠান/কলেজে একই বিষয়ে দুই বা ততোধিক আবেদনকারীর প্রাপ্ত ফলাফল একই হলে সেক্ষেওে এ সকল আবেদনকারীর পর্যায়ক্রমে

  • ৪র্থ বিষয়সহ SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর যথাক্রমে ৪০% ও ৬০%
  • প্রয়োজন হলে SSC ও HSC পরীক্ষার মোট প্রাপ্ত নম্বরের যথাক্রমে ৪০% ও ৬০%
  • এর পরেও যদি দুই বা ততোধিক আবেদনকারীর প্রাপ্ত ফলাফল একই হয়, তা হলে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দেয়া হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি নোটিশ ২০২১

অনার্স ভর্তির প্রাথমিক আবেদন চলবে ৮ জুন থেকে ২১শে জুন পর্যন্ত। ভর্তি পরীক্ষা ছাড়াই এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করানো হবে। প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা তৈরী করে পরীক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির বিষয় বরাদ্দ দেয়া হবে।একই প্রতিষ্ঠান/কলেজে একই বিষয়ে দুই বা ততোধিক আবেদনকারীর প্রাপ্ত ফলাফল একই হলে সেক্ষেত্রে এ সকল আবেদনকারীর পর্যায়ক্রমে l

আবেদন কলেজ কর্তৃক নিশ্চিত হলে শিক্ষার্থীর মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে।

বিঃদ্রঃ আবেদন ফরমে যদি কোন ভুল থাকে তবে আবেদনকারী তা বাতিলকরে নতুন করে আবেদন করতে পারবে। ১ বারের বেশি বাতিল করা যাবেনা। কলেজ কর্তৃক আবেদন ফরম নিশ্চিত হলে তা আর বাতিল করা যাবে না।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা

i) ৪র্থ বিষয়সহ SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর যথাক্রমে ৪০% ও ৬০%

ii) প্রয়োজন হলে SSC ও HSC পরীক্ষার মোট প্রাপ্ত নম্বরের যথাক্রমে ৪০% ও ৬০%

iii) এর পরেও যদি দুই বা ততোধিক আবেদনকারীর প্রাপ্ত ফলাফল একই হয়, তা হলে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দেয়া হবে।

[Ads]

২০১৭-১৮ শিক্ষাবর্ষের এসএসসি ও সমমান পরীক্ষায় মানবিক বিভাগের ছাত্র-ছাত্রীদের ন্যূনতম জিপিএ ২.৫০থাকতে হবে চতুর্থ বিষয় সহ l এবং ২০২০-২০২১ এইচএসসি ও সমমান পরীক্ষায় মানবিক বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে (চতুর্থ বিষয় সহ) l

এসএসসি ও সমমান পরীক্ষায় ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে চতুর্থ বিষয় সহ l এবং ২০১৯-২০ এইচএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয় সহ ২.৫০ থাকতে হবে l

২০১৭-১৮ শিক্ষাবর্ষের এসএসসি ও সমমান পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র-ছাত্রীদের ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে চতুর্থ বিষয় সহ l এবং ২০১৯-২০ এইচএসসি ও সমমান পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয় সহ ২.৫০ থাকতে হবে l

ভর্তি আবেদন ফি

আবেদনকারীকে প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফরমটির নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে৷ এই আবেদন ফরমের সঙ্গে প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি ও আবেদন ফি বাবদ ২৫০/- টাকা সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে৷ সংশ্লিষ্ট কলেজ যে সকল প্রাথমিক আবেদন online-এ নিশ্চয়ন করবে সে সকল শিক্ষার্থীদের তাদের মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে৷

However, at a primary level, the application form cost 250 tk. From which National University receives 150 tk and the rest goes to the respective college. On the other hand, to complete the registration process it will cost very students 450 tk and it can lead to 485 tk with BNCC, Scout, Sports and Cultural fees. Such as, if someone wants to cancel their admission it will cost them 700 tk and 700 tk again if they want to get readmit in National University Honours. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তির আবেদন

ছাত্র-ছাত্রীরা সরাসরি অনলাইনে ভর্তির আবেদন করতে পারবে l

[Ads]

https://upodesh.com/

Admission Notice: http://www.nu.ac.bd/admission-notice.php

After all, those who have more points on the merit list will get the opportunity to be admitted. In other words, the results can be published in a few steps such as the first merit list. The second merit list is subject to vacancies and migration. Merit list of quotas and migration. Finally, application for release slip and merit list for release slip.

[Ads]

Conclusion

Actually, this little effort of ours benefits students all the time. Above all, we will always try to be by our side to help the students. In the end, hope you stay with us until then. Upodesh.com is always with you in collaboration with the students.

 

I Boss Host BD