Bangla 1st Week Assignment Answer Class 6
Make Money Easily With Mobile And Get Payment On Your BKash Paytm
Class 6 Bangla 1st Week Assignment
Class six Assignment Bangla. So we discuss Bangla Assignment 1st Week. ষষ্ঠ শ্রেণির প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর উত্তর .
মোবাইল দিয়ে সহজেই টাকা ইনকাম করুন এবং পেমেন্ট তুলুন
Make Money Easily With Mobile And Get Payment On Your BKash Paytm
Assignment Class Six & All Subject Solution 1ST Week
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-১
অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম
ভাষা ও বাংলা ভাষা (ব্যাকরণ)
নম্বর ও বিষয়বস্তু
১.৫ ভাষার রূপ বৈচিত্র্য
(জ) সাধু ও চলিত ভাষা
এ্যাসাইনমেন্ট
১. নিচের রচনাংশটুকু চলিত রীতিতে রূপান্তর কর: তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকওয়ালা ছিল, তাহার কাছে গেলেন। সেখানে গিয়া আগের মতাে একটি গাভি চাহিলেন। সেও ধবল রােগীর মতাে তাহাকে কিছুই দিলনা। তখন স্বর্গীয়দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলিয়া থাক, তবে যেমন ছিলে আল্লাহ তােমাকেআবার তেমনি করিবেন।
তারপর স্বর্গীয়দূত পূর্বে যে অন্ধছিল, তাহার কাছে গিয়া বলিলেন, আমি এক বিদেশি। বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়াছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছিবার আর কোনাে উপায় নাই। যিনি তােমার চক্ষু ভালাে করিয়া দিয়াছেন, আমি তােমাকে সেই আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাহিতেছি; যেন আমি সেই ছাগল-বেচা টাকা দিয়া। দেশে ফিরিয়া যাইতে পারি।
নির্দেশনা
সাধু ও চলিত রীতির বৈশিষ্ট্যসমূহ
পাঠ্যবইয়ের ৭নং পৃষ্ঠা পড়তে হবে।
মূল্যায়ন রুব্রিক্স
১. সর্বনাম ও ক্রিয়াপদগুলির সঠিকভাবে রূপান্তর করতে পারলে অতি উত্তম
২. সর্বনাম পদের আংশিক ও ক্রিয়াপদগুলি পরিপূর্ণভাবে রূপান্তর করতে পারলে উত্তম
৩. সর্বনাম ও ক্রিয়াপদগুলির আংশিক রূপান্তর করতে পারলে-ভালা
৪. সর্বনাম ও ক্রিয়াপদগুলির কোনাে রূপান্তর করতে না পারলে – অগ্রগতি প্রয়ােজন Class 6 Bangla 1st Week Assignment
ষষ্ঠ শ্রেণির বাংলা প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর উত্তর
তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকাওয়ালা ছিল, তার কাছে গেলেন। সেখানে গিয়ে আগের মতাে একটি গাভি চাইলেন।
সেও ধবল রােগীর মতাে তাকে কিছুই দিল না। তখন স্বর্গীয় দূত বললেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলে থাক, তবে যেমন ছিলে আল্লাহ তােমাকে আবার তেমনি করবেন।
তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল, তার কাছে গিয়ে বললেন, আমি এক বিদেশি। বিদেশে আমার সম্বল ফুরিয়ে গেছে।
এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছার আর কোন উপায় নাই। যিনি তােমার চক্ষু ভালাে করে দিয়েছেন,
আমি তােমাকে সেই আল্লাহর দোহাই দিয়ে একটি ছাগল চাচ্ছি; যেন আমি সেই ছাগল-বেচা টাকা দিয়ে দেশে ফিরে যেতে পারি।