বাংলা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ হওয়ার পর থেকে আজ অব্দি বহু সাহিত্য রচনা হয়েছে। এই সকল সাহিত্য বাংলা ও বাংলাদেশের সংস্কৃতিকে বিশেষভাবে উপস্থাপন করেছে। বাংলা সাহিত্যের জগতকে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন অসংখ্য কবি সাহিত্যিক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসীম উদ্‌দীন,মানিক বন্দ্যোপাধ্যায়, জীবনানন্দ দাশ, মাইকেল মধুসূদন দত্ত, জহির রায়হান, ফররুখ আহমদ, বেগম রোকেয়া প্রমূখ কবি সাহিত্যিকগণ বিশেষ অবদান রাখেন l বিখ্যাত এসব কবি সাহিত্যিকদের লেখা লিপিবদ্ধ রয়েছে পাঠ্যপুস্তকে l এইসব রচনা থেকে শুধু মাত্র জ্ঞান আহরণ নয় বরং এগুলো একজন মানুষকে মননশীল এবং আলোকিত করে গড়ে তুলতে সাহায্য করে l

Class Six to Nine Assignment and Solutions for All Subjects. Bangla, English, Mathematics, Science/Bangladesh and Global Identity, ICT, Physics, Chemistry, Geography, Accounting, History and World Civilization of Bangladesh, Business Ventures. the first-week task, second-week task, third-week task, fourth-week task, fifth-week task, sixth-week task.বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান / বাংলাদেশ এবং বৈশ্বিক পরিচয়, আইসিটি, পদার্থবিজ্ঞান, রসায়ন, ভূগোল, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, হিসাববিজ্ঞান, ব্যবসায়িক উদ্যোগ এর জন্য ৯ম ক্লাসের অ্যাসাইনমেন্ট সমাধান। Class 9 to Class 6 Assignment. নবম শ্রেনীর প্রথম থেকে ষষ্ঠ সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২০। Bangla Assignment Class 6 7 8 9

Contents

What Is an Assignment?

an assignment orbit of work apportioned to somebody as a component of a work or course of study. In a word, a task or piece of work allocated to someone as part of a job or course of study is called an assignment. Its main task is to highlight a subject in a beautiful, easy, and fluent way. The aim should be to avoid irrelevant issues. Present the correct information and adding pictures and other necessary accessories if necessary. keep a balance between start and end. We are also by you for the necessary help and cooperation. Bangla Assignment Class 6 7 8 9

How To Write The Assignment 

There are many ways to complete an assignment. Without these, it is not possible to complete the assignment properly. So It is possible to easily prepare a beautiful assignment by adopting any of the following methods. Bangla Assignment Class 6 7 8 9

  • Each piece of paper of equal size should be clean and beautiful.

  • Need to give exact data about the subject.

  • Utilize a ball pen to compose.

  • Make a lovely cover page in Assignment.

  • In the assignment, write the name of the class roll, class, and school correctly.

  • Use a color pen to highlight or underline the heading/subheading.

Class Six Bangla Assignment & Answer

Bangla Assignment Class 6 7 8 9

০১ ইহুদি বংশে তিনজন লােকের কী কী শারীরিক সমস্যা ছিল?

উত্তর ঃ 

ইহুদি বংশের তিনজন লোকের শারীরিক সমস্যাগুলো হলো ঃ

ক. প্রথমজন ধবল রোগী ছিল l

খ. দ্বিতীয় জনের মাথায় টাক ছিল l

গ. তৃতীয় জনের দুচোখ অন্ধ ছিল l

০২ ‘সততার পুরস্কার’ গল্পে তৃতীয় ব্যক্তির মানসিকতার সংক্ষিপ্ত পরিচয় দাও |

উত্তর ঃ

সততার পুরস্কার’ গল্পের তৃতীয় ব্যক্তি অত্যন্ত সৎ,দয়ালু এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ ছিলেন l তিনি সম্পদশালী হয়েও তার অতীতকে ভুলে যাননি l তিনি একজন ভাল মন মানসিকতার মানুষ ছিলেন l

০৩ ‘সততার পুরস্কার’ গল্পটির শিক্ষণীয় দিকটি অল্প কথায় লিখ

উত্তর ঃ

সততার পুরস্কার’ গল্পের প্রকৃত শিক্ষণীয় দিকটি হলো সততা ও নৈতিক মূল্যবোধের পরিচয় তুলে ধরা l এই গল্পের আরেকটি অন্যতম শিক্ষণীয় দিক হলো অতীতকে মনে রাখা এবং অহংকার না করা l

০৪ লােকে যােগেন বসাককে মহৎলােক বলে ভাবতাে কেন?

উত্তর ঃ মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী এবং একজন অনাথ শিশু l  দুরসম্পর্কের পিসিমার বাড়িতে আশ্রয় পেয়েছে সে l পেট ভাতার বিনিময় মিনু  যোগেন বসাকের বাসায় কাজ পেয়েছে l কিন্তু লোকে যোগেন বসাককে মহৎ লোক ভাবতো কারণ আশ্রয়ের দিকটি  ভেবে l

০৫ বােলতা বা ভিমরুলকে মিনু শত্রু ভাবে কেন?

উত্তর ঃ বোলতা ভিমরুলকে মিনু শত্রু ভাবে কারণ, একবার বোলতা ভিমরুল মিনু কে কামড়ে দিয়ে ছিল l সে যন্ত্রনা সে ভুলে যায়নি l এজন্য সে বোলতা ভিমরুলকে শত্রু মনে করে l

০৬ মিনুর অনেক জ্বর থাকা সত্ত্বেও ছুটে বাইরে বেরিয়ে এসেছিল কেন?

উত্তর ঃমিনুর অনেক জ্বর থাকা সত্বেও সে ছুটে বাহিরে আসে কারণ, তার দরকারি কাজ মনে পড়ে l জ্বর নিয়ে খিরকি দরজা লাগাতে সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকে l তারপর তার চোখ যায় সেই সরু ডালটার দিকে l সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে ওঠে তার l কারণ হলদে পাখি ডালে বসে আছে l সে ভেবে নিল বাবা নিশ্চয়ই এসেছে l

০৭সমঝদারআর ঘরছাড়া মানুষ কিসের টানে মিশরে ছুটে যায়?

উত্তর ঃ নীল নদ আর পিরামিডের পরে অন্যতম ও অতুলনীয় আকর্ষণ হচ্ছে সেখানকার বিখ্যাত সৌন্দর্যমণ্ডিত মসজিদগুলো l সমঝদার আর ঘর ছাড়া মানুষ এসবের টানেই মিশর ছুটে যায় টানেই l

০৮ নীলের উপর ভেসে চলা নৌকা দেখে লেখকের অভিব্যক্তির পরিচয় দাও

উত্তর ঃ নীলের ওপর ভেসে থাকা নৌকা দেখে লেখককে অভিব্যক্তি ছিল আনন্দময় ভীত অনুভূতির মিশ্রণ l মাঝারি ধরনের খেলা মহাজনী নৌকা হাওয়াতে কাত হয়ে তেকোনা পাল পেটুক ছেলের মত পেট ফুলিয়ে দেয়, ভয় হয় আর সামান্য একটুখানি জোর হাওয়া বইলে হয়তো পালটা এক ঝটকায় চৌচির হয়ে যাবে নৌকাটি পিছনে ধাক্কা খেয়ে গোটা আড়াই ডিগবাজি খেয়ে তলিয়ে যাবে l

০৯ মৃত ব্যক্তি সম্পর্কে ফারাওরা কী বিশ্বাস করতেন?

উত্তর ঃ মৃত ব্যক্তি সম্পর্কে ফারাওরা বিশ্বাস করতেন, মৃত্যুর পর তাদের শরীর পচে গেলে বা আঘাতের ফলে ক্ষত হলে অনন্ত জীবন লাভ করতে পারবে না l মৃত্যুর পর দেহকে মমি বানিয়ে পিরামিডের ভেতর ঢুকিয়ে রাখলে সেই মমি কেউ ছুঁতে ও পারবে না l

১০l নীলনদ আর পিড়ামিডের দেশ ভ্রমণকাহিনী অনুযায়ী সুদানবাসীর শারীরিক গঠনের বর্ণনা দাও

[Ads]

উত্তর ঃ নীলনদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনী অনুযায়ী সুদানবাসীদের শারীরিক গঠন–

ক. তারা প্রায় সবাই ফুট লম্বা l

খ. লম্বা আলখাল্লা পড়ে l

গ. গায়ের রং  ব্রোঞ্জ এর মত l

ঘ. এদের ঠোঁট নিগ্রো দের মত পুরো নয়, টকটকে লাল ও নয় l

Class Seven Bangla Assignment & Answer

কাবুলিওয়ালা:

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলাের উত্তর লেখ :

ভাড়াটিয়া মনােয়ার হােসেন বাড়ির মালিক হামিদ সাহেবের শিশু সন্তান আহনাফকে ভীষণআদর-সােহাগ করেন। নিঃসন্তান মনােয়ার হােসেন প্রায়ই অফিস থেকে ফেরার পথে আহনাফের জন্য খেলনা, খাবারসহ নানা উপহার নিয়ে আসেন | আহনাফের মা এই বিষয়টিকে ভালােভাবে গ্রহণ করেন না। স্বামীকে এবিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।

গ) উদ্দীপকে আহনাফের মায়ের সাথে ‘কাবুলিওয়ালা’ গল্পের মিনুর মা কোনদিক থেকেসাদৃশ্যপূর্ণ ? ব্যাখ্যা কর।

উত্তর ঃ

উদ্দীপকে আহনাফের মায়ের সাথে কাবুলিওয়ালা গল্পের মিনুর মায়ের চরিত্রের সাথে যে সাদৃশ্য লক্ষ্য করা যায় তা হলঃ- কাবুলিওয়ালার এক মেয়ে ছিল l সেই মেয়ের প্রতিচ্ছবি তিনি মিনুর মধ্যে পেতেন তাই প্রায়ই মিনুর সাথে গল্প করতেন l কাবুলিওয়ালা গল্পের লেখক যেমন অপত্য স্নেহের  বাসনা কিংবা সন্তানকে ভালোবাসার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন আবার সন্তানের প্রতি মায়ের সংশয়ও উপস্থাপন করেছেন l মিনির মা অত্যন্ত সংক্ষিপ্ত স্বভাবের মহিলা ছিলেন তাই তিনি কাবুলিওয়ালার সম্পর্কে সজাগ থাকবেন এবং তিনি চাইতেন না কাবুলিওয়ালা সহচার্যে মিনু থাকুক l কাবুলিওয়ালা কে তিনি সহজভাবে নিতে না বরং কাবুলিওয়ালার প্রতি বিশেষ দৃষ্টি রাখার জন্য মিনুর বাবাকে বিশেষ অনুরোধ করে l

উদ্দীপকের আহনাফের মা মনোয়ার হোসেনের ব্যাপারটি ভালোভাবে নেননি l নিঃসন্তান মনোয়ার হোসেন আহনাফকে আদর করতে চাইলে তিনি সেটা ভালোভাবে নেন না, বরং তার স্বামীকে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন l কাবুলিওয়ালা গল্পের মিনি মায়ের সাথে সাদৃশ্যপূর্ণ l

ঘ) উদ্দীপকে ‘মনােয়ার হােসেনের চরিত্রে কাবুলিওয়ালা গল্পের মূল ভাবের প্রতিফলনঘটেছে। উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।

উত্তর ঃ

উদ্দীপকে মনোয়ার হোসেনের চরিত্রের সাথে কাবুলিওয়ালা গল্পের মূলভাব এর প্রতিফলন ঘটেছে এই উক্তিটি যথার্থ l কাবুলিওয়ালা গল্পে অপত্য স্নেহ বাসনা তথা সন্তানকে ভালোবাসার বিষয়টি প্রকাশ পেয়েছে l কাবুলিওয়ালা গল্পের কাবুলিওয়ালা একজন পিতা ছিলেন l তার একটা মেয়ে ছিল l পেটের দায়ে তিনি যখন কাবুলিওয়ালা সেজে গ্রামে গ্রামে ঘুরে সওদা করে বেড়াতেন, তখন তিনি তার মেয়ের মত একটি মেয়েকে দেখতে পান l মেয়েটির নাম ছিল মিনু l কাবুলিওয়ালা মিনুর মধ্যে নিজের মেয়ের প্রতিচ্ছবি খুঁজে পেতেন l কাবুলিওয়ালা মিনুর সাথে কথা বলে ভাব জমান এবং এর মধ্যে অঘটনের জন্য কাবুলিওয়ালা কে মিনুর থেকে দূরে সরে যেতে হয় l কিন্তু পরক্ষণেই আবার যখন মিনুকে দেখতে যায়, দেখা করতে  চায় l তখন মিনুর মা বাধা দেন, মিনুর মা ছিলেন অত্যন্ত শঙ্কিত স্বভাবের l তাই তিনি মিনুর সাথে কাবুলিওয়ালা কে দেখা করতে দিতে চাইতেন না উদ্দীপকে মনোয়ার হোসেনের চরিত্রের মধ্যে ‘কাবুলিওয়ালা’ গল্পের কাবুলিওয়ালার চরিত্রের সাথে মূলভাবের প্রতিফলন ঘটেছে l

[Ads]

Class Eight Bangla Assignment & Answer

মনে কর তুমি শিক্ষা সফরে কোন বিশেষ স্থানে ভ্রমন করতে গিয়েছো সেখানে গিয়ে তুমি কোন কোন ধরনের অভিজ্ঞতা অর্জন করলে তার একটি বিবরণ লিপিবদ্ধ কর।

উত্তর  ঃ 

সংকীর্ণ গণ্ডীর মধ্যে বসবাস করে যখন হাঁপিয়ে উঠি, তখনই উন্মুক্ত বিশ্ব-প্রকৃতির সৌন্দর্য | সুধা পান করতে আমরা উন্মুখ হয়ে উঠি। খাচায় বদ্ধ পাখি যেমন খাচা ছেড়ে অসীম আকাশে স্বাধীনভাবে বিচরণ করতে চায়, মানুষও তেমনি নিজ গৃহের সংকীর্ণ গণ্ডী পেরিয়ে ঘুরে বেড়াতে চায় বিশ্ব প্রকতির উন্মুক্ত বুকে।তাই শিক্ষা সফরে যাওয়া

শিক্ষা সফরে ভ্রমণের স্থান নির্ধারণ:

ভ্রমণের স্থান নির্ধারণ করা ছিল । ছোটবেলা থেকেই সমুদ্রের কথা ও গল্প শুনে স্যারের প্ররােচনায় এবং অভিভাবকদের মতামত নিয়ে আমরা স্থির করলাম ঢাকার বাইরে কক্সবাজার আমরা ভ্রমণে যাব। জানুয়ারি 14 তারিখ স্থির হল আমাদের ভ্রমণে তারিখ।

শিক্ষা সফরের যাত্রা শুরু:

যথারীতি জানুয়ারি 14  তারিখ সকাল আটটায় আমরা সকলে স্কুল প্রাঙ্গণে উপস্থিত হলাম। সকাল সাড়ে আটটায় আমাদের বাস রওনা দিল। আমাদের অভিভাবকদেরকে আমরা বিদায় জানালাম এবং খুশিমনে আমাদের গন্তব্যের দিকে যাত্রা শুরু করলাম।

বাংলাদেশে শিক্ষাসফরের জন্য পর্যটন-স্থান : বাংলাদেশের সর্ব দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরের বেলাভূমি কক্সবাজারে প্রমােদভ্রমণ কেন্দ্র হিসেবে প্রকৃতি নিজের হাতে গড়ে তুলেছে পৃথিবীর এক রহস্যময় সমুদ্র সৈকত। কক্সবাজার; যা পর্যটকদের কাছে খুবই লােভনীয় একটি স্থান হিসেবে খ্যাতি লাভ করেছে। আমাদের দেশের বিভিন্ন। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে, বিশেষভাবে মৎস্য-বিভাগের শিক্ষার্থীরা এখানে এসে বিভিন্ন সামুদ্রিক পরিবেশ, সামুদ্রিক প্রাণী ও মৎস্যের সঙ্গে পরিচিতি লাভ করে।

[Ads]

শিক্ষা সফর শিক্ষার একটি প্রধান অঙ্গ। জীবনের সঙ্গে শিক্ষার সম্পর্ক যেমন নিবিড়, শিক্ষার সঙ্গে সফরের সম্পর্কও তেমন নিবিড়। শিক্ষার প্রতিটি ক্ষেত্রেই সফরের গুরুত্ব রয়েছে। শ্রেণীকক্ষের শিক্ষার মধ্যে পূর্ণতা আনার জন্যই শিক্ষাসফর। দেশ ভ্রমণের সঙ্গে এর কিছুটা পার্থক্য রয়েছে; দেশভ্রমণের মূল উদ্দেশ্য আনন্দ তার পাশাপাশি জ্ঞানার্জন। কিন্তু শিক্ষাসফরের মূল উদ্দেশ্য শিক্ষাগ্রহণ । পৃথিবীর কত যে বিচিত্র স্থান আছে, তার বৈচিত্র্যের কথা বই পড়ে সবটুকু জানতে পারি না কিংবা উপলব্ধি করতে পারি না, চাক্ষুষ অভিজ্ঞতার দ্বারা তা সমন নতনভাবে আমাদের সামনে উদ্ভাসিত হয়ে ওঠে। বস্তুত শিক্ষাসফর না করলে শিক্ষা অসম্পূর্ণ থেকে যায়। বাইরে জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতার দ্বারা যে শিক্ষালাভ হয়, তা হয় বাস্তবধর্মী। তাই শিক্ষার জন্যই শিক্ষাসফরের আবশ্যকতা অপরিহার্য।

Class Nine Bangla Assignment & Answer

Recently the assignment for class nine has been published by DSHE authorities. You can directly download them from there or you can also get them on our website. There are in total of 3 assignments in this present week. For class 9 the students have been given a task on the poem “কপোতাক্ষ নদ” by মাইকেল মধুসূদন দত্ত. The test is to write down at least 10 qualities of a patriot.

একজন দেশপ্রেমিক নাগরিকের দশটি গুণ ১০ বাক্যে প্রকাশ কর।

উত্তর ঃ

  • একজন দেশ প্রেমিক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দেখানো পথে চলা
  • রাষ্ট্রপতি আনুগত্য স্বীকার কর কর
  • রাষ্ট্রের সব নিয়মকানুন মেনে চলা
  • রাষ্ট্রের বিভিন্ন সামাজিক উন্নয়ন উন্নয়নে কাজ করা
  • সকল প্রকার নাগরিক দায়িত্ব পালন করা
  • নিজের মাতৃভূমির প্রতি সচেষ্ট থাকা নিজের মাতৃভূমিকে রক্ষা করা
  • অন্যায় ও অবিচারের প্রতিবাদ করা
  • সর্বদা নাগরিক আইন  ও সংবিধান মেনে চলে
  • দেশের স্বার্থ বহির্ভূত কোনো কাজ করে না
  • দেশের কল্যাণে নিজের জীবন বাজি রাখে

conclusion

Our efforts in creating thematic assignments ensure that everyone benefits. This is our activity in creating Bangla assignments for classes six to nine. Hopefully, we have been able to solve all the assignments very easily and properly. We will continue such activities in the future. And so we hope you like it. Bangla Assignment 6 to 9

I Boss Host BD