Class 6 Arts and Crafts 4th Week Assignment

Class Six Arts and Crafts 4th Week Assignment. ক্লাস সিক্সের চারু ও কারুকলা চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর l 4th Soptaho Charu O Karulola Assignment Somadhan. ষষ্ঠ শ্রেণির চতুর্থ সপ্তাহের চারু ও কারুকলা অ্যাসাইনমেন্টের উত্তর l Class Six Arts and Crafts Assignment 4th Week Answer. Similarly, Class Six Arts and Crafts 4th Week Assignment Answer. ষষ্ঠ শ্রেণির চারু ও কারুকলা চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট l Class 6 Arts and Crafts 4th Week Assignment.

Contents

Class 6 Arts and Crafts

Finally the assignment activities have launched. The education system is severely disrupted due to the current pandemic situation. Despite this pandemic, the government has taken important steps to keep the student education system running. As a result, students are being given assignments based on a fully formatted curriculum. But last April the pandemic condition deteriorated so the assignment or scheduled work was temporarily stopped. Assignment or assignment work was giving very good results to reduce the study uncertainty of the students. It is to be noted that with the improvement in the pandemic condition, the Department of Secondary and Higher Secondary Education (dshe.gov.bd) has resumed the assignment work. Suspended assignments or scheduled assignments have resumed from sixth to ninth grade.

Note that in order to keep the students involved in the education system, assignments are scheduled for 2021 academic year like 2020 academic year.

Class Six Science Assignment 4th Week Answer

Class Six Arts and Crafts Forth Week Assignment Syllabus

Arts and crafts education enhances students’ ability to observe nature, environment, life and way of life. Arts and crafts education helps in acquiring practical knowledge and skills in other subjects such as general science, geography, medical science, engineering, science, architecture etc. Like other subjects, arts and crafts are an important subject.

ষষ্ঠ শ্রেণির চতুর্থ সপ্তাহের চারু ও কারুকলা অ্যাসাইনমেন্ট

অধ্যায়

 বিষয় বস্তুর নাম

প্রথম অধ্যায়চারু ও কারুকলার পরিচয়

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু

পাঠ:১ ও পাঠ: ২ চারুকলার পরিচয়

৩ ও  ৪ কারুকলার পরিচয়

পাঠ: ৫ ও ৬ পাঠ:৭ ও ৮ আদিম মানুষের শিল্পকলা | মানুষের প্রথম ছবি আঁকা |

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ

আদিম মানুষের ছবি আঁকা ও বর্তমান সময়ের ছবি আঁকার তুলনামূলক বর্ণনা দাও।

উত্তর: আদিম মানুষেরা ছবি আঁকতো l আর তাদের আঁকা ছবি দেখেই আজ আমরা জানতে পেরেছি তাদের জীবন ধারণের কথা l আদিম মানুষেরা বাস করত গুহাতে l তাদের ঘরবাড়ি ছিল না এমনকি তারা বানাতে ও জানতো না l

চাষবাস ফসল ফলানো এসব কিছুই জানতো না তারা l পশু শিকার করে এবং ফলমূল খেয়ে জীবিকা নির্বাহ করত তারা l তারা বিভিন্ন রকম গুহায় বাস করত দলবেঁধে l আদিম মানুষেরা বিভিন্ন বিশ্বাস থেকে তাদের বসবাসরত গুহার দেওয়ালে ছবি এঁকেছে l অনেকগুলো গোহা ফ্রান্সের স্পেনের আবিষ্কৃত হয়েছে যেখানে আদিম মানুষের আঁকা ছবির অস্তিত্ব পাওয়া যায় l

আদিম মানুষের ছবি আঁকার ধরন

আদিম মানুষেরা বিভিন্ন বিশ্বাস থেকে তাদের বসবাসরত গুহার দেওয়ালে বা পাথরের দেওয়ালে ছবি আঁকতো l আদিম মানুষের গুহার দেওয়ালে ছবি আঁকার নির্দিষ্ট কারণ সঠিক বলা মুশকিল, তবে তারা শিকারে যাওয়ার আগে বা শিকার থেকে এসে বিভিন্ন শিকারের দৃশ্য বা শিকারের পশুর ছবি আঁকতো l তাদের ধারণা ছিল শিকারে যাওয়ার পূর্বে এসব ছবি  আকলে তাদের শিকার সফল হবে l

 ছবি আঁকার উপকরণ

আদিম মানুষেরা প্রচুর শক্ত হাড় সূচালো করে তাদের আচর কেটে রেখা টানত l কখনো ধারালো পাথর গাছের ডাল ব্যবহার করত ছবি আঁকার জন্য l জীবজন্তুর পশম একসঙ্গে বেঁধে গাছের ডালে তুলি বানাত l রঙ হিসেবে ব্যবহার করতো বিভিন্ন রঙ্গের মাটি, এছাড়া গাছপালা ফুল ফলের রস, পশুর রক্ত, চর্বি, চুনাপাথর ও রঙিন পাথরের গুড়া l

ছবি আঁকার স্থান

আদিম যুগের মানুষেরা বেশিরভাগ ছবি আঁকতো গুহার গাত্রে অথবা পাথরের দেওয়ালে l কখনো কখনো গুহার ছাদেও ছবি এঁকেছে l

বর্তমান সময়ের ছবি আঁকা

বর্তমান বা আধুনিক যুগের ছবি আঁকার বিষয়বস্তুর নির্দিষ্টতা নেই l একজন শিল্পী তার মনের সৃজনশীল ধারণা থেকে ছবি আঁকেন l একজন শিল্পী তার চিত্রপটে কি ধরনের ছবি ফুটিয়ে তুলবেন এতে তার নিজস্ব চিন্তাভাবনা l

কালের বিবর্তনে ছবি আঁকার অনেক উন্নতি সাধন হয়েছে l বর্তমানে বিমুর্ত ও মুর্ত দুই রকমের ছবি আঁকা হয় l ছবি আঁকার উপকরণ গুলো হয়েছে অনেক উন্নত এবং সহজলভ্য l বর্তমানে বিভিন্ন ধরনের রং বিভিন্ন ধরনের উপকরণ সহজেই হাতের নাগালে পাওয়া যায় l সেই সাথে রয়েছে দামের পার্থক্য l একজন শিল্পী কোন উপকরণ দিয়ে ছবি আঁকতে স্বাচ্ছন্দবোধ করেন, এটি তার ব্যক্তি স্বাধীনতার ওপর নির্ভর করে l

ছবি আঁকার উপকরণ

বর্তমানে ছবি আঁকতে পেন্সিল, রং পেন্সিল, প্যাস্টেল, পোস্টার কালার, জলরং, তেল রং, এক্রেলিক কালার জনপ্রিয় l সেই সাথে বিভিন্ন ধরনের তুলি বিভিন্ন দামে বাজারে পাওয়া যায় l এছাড়াও বিভিন্ন রকমের অক্সাইড পাউডার বিভিন্ন রঙের পাওয়া যায় এগুলোর সাহায্য ছবি আঁকা যায় l

চিত্রপট বা যার ওপর ছবি আঁকা হয়

বিভিন্ন ধরনের কাগজ ক্যানভাস ইত্যাদিতে ছবি আঁকা যায় l এত কিছু উপকরণ পূর্বে সহজলভ্য ছিল না l বর্তমানে চিত্রপট যেকোনো কিছুই হতে পারে l যেমন: ধাতব প্লেট, মেঝে, দেওয়াল ইত্যাদি

নির্দেশনা

A4 সাইজের কাগজে কালাে কালি ব্যবহার করে নির্ধারিত বিষয়ে এ্যাসাইনমেন্ট সম্পন্ন করা যাবে। প্রয়ােজনে নীল বা সবুজ সাইন পেন মার্জিন বা আন্ডারলাইন করার জন্য ব্যবহার করা যাবে।

মূল্যায়ন রুব্রিক্স

অতি উত্তম:

  • পরিপূর্ণমাত্রায় বিষয়বস্তু সঠিক উপস্থাপন
  • তথ্য ও ধারণা, ইত্যাদি পাঠ্যপুস্তকের সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ।
  • লেখায় লক্ষণীয়মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা
  • তুলনা উপস্থাপনে সার্বিক দিক বিবেচনা 
  • পরিচ্ছন্ন উপস্থাপন

উত্তম:

  • অধিকাংশ ক্ষেত্রে বিষয়বস্তু সঠিক উপস্থাপন
  • তথ্য ও ধারণা, ইত্যাদি অনেকাংশে পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ।
  • লেখায় আংশিক নিজস্বতা ও সৃজনশীলতা
  • তুলনা উপস্থাপনে অনেকাংশে সার্বিক দিকবিবেচনা 
  • অনেকাংশে পরিচ্ছন্ন উপস্থাপন

ভালো:

  • বিষয়বস্তু মােটামুটি সঠিক উপস্থাপন |
  • তথ্য ও ধারণা, ইত্যাদি আংশিকভাবে পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ।
  • লেখায় সামান্য নিজস্বতা ও সৃজনশীলতা |
  • তুলনা উপস্থাপনে কয়েকটি দিক বিবেচনা
  • সীমিত মাত্রায় পরিচ্ছন্ন উপস্থাপন

অগ্রগতি প্রয়ােজন:

  • সীমিত মাত্রায় বিষয়বস্তু সঠিক উপস্থাপন
  • তথ্য ও ধারণা, ইত্যাদি সঙ্গতি অভাব
  • লেখায় নিজস্বতা ও সৃজনশীলতা অনুপস্থিত
  • তুলনা উপস্থাপনে নিজস্বতা অনুপস্থিত
  • অপরিচ্ছন্ন উপস্থাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I Boss Host BD