Class Eight Arts and Crafts 4th Week Assignment. ক্লাস এইটের চারু ও কারুকলা চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর l 4th Soptaho Charu O Karulola Assignment Somadhan. অষ্টম শ্রেণির চতুর্থ সপ্তাহের চারু ও কারুকলা অ্যাসাইনমেন্টের উত্তর l Class 8 Arts and Crafts Assignment 4th Week Answer. Similarly, Class 8 Arts and Crafts 4th Week Assignment Assignment Answer. অষ্টম শ্রেণির চারু ও কারুকলা চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট l

Like last year, this year too the education system has disrupted due to pandemic conditions. The Department of Education is taking special initiatives to keep the education system of the students active. As a result, assignments assigned to students. Because so that the students are active and active in the educational activities. It is a risky decision to keep the educational institution active for pandemic conditions. But keeping the education system running day after day would a wrong decision. Therefore, the Department of Education is urging to continue the education system in the alternative system until the educational institutions are opened.

[Ads]

Contents

Class 8 Arts and Crafts

This year, as last year, the assignment work was in progress. But suddenly the pandemic condition has to deteriorate since last April. And so the assignment or scheduled tilt is declared off temporarily. And if the situation improves a bit, it is decided to keep the assignment running again. At present some improvement is noticed in the pandemic condition. And so the assignment or scheduled work has re-introduced to the students. Department of Secondary and Higher Secondary Education (dshe.gov.bd) has resumed the assignment work. Suspended assignments or scheduled assignments have resumed from sixth to ninth grade. Note that in order to keep the students involved in the education system, assignments are scheduled for the 2021 academic year like the 2020 academic year.

Note that the assignment activities started from last 20th March in every educational institution. Unscheduled assignments of students are published before the start of each week. The learning process of the students is continued by rearranging each educational activity and syllabus in compliance with the hygiene rules. That is why assignment and evaluation arrangements have been made, said the Department of Education. Note that the assignment was to submit directly to the educational institution. But in the middle, the pandemic condition deteriorated and the assignment activities of the students were postponed.

[Ads]

Class Eight Arts and Crafts Forth Week Assignment Syllabus

Assessment of the learning outcomes achieved by the students through assignment assessment will identified and necessary action will taken later. The learning outcomes achieved through assignments or assignments will evaluated.

Arts and crafts education enhances students’ ability to observe nature, environment, life and way of life. Arts and crafts education helps in acquiring practical knowledge and skills in other subjects such as general science, geography, medical science, engineering, science, architecture etc. Like other subjects, arts and crafts are an important subject.

অষ্টম শ্রেণির চতুর্থ সপ্তাহের চারু ও কারুকলা অ্যাসাইনমেন্ট

অধ্যায়বিষয় বস্তুর নাম
প্রথম অধ্যায়বাংলাদেশের প্রাচীন শিল্পকলা ও ঐতিহ্যের পরিচয়

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু

পাঠ: ১ ও বাংলাদেশের প্রাচীন শিল্পকলার পরিচয়

পাঠ: ৩ জীবন যাপনে চারু ও কারুকলা

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ

গায়ে হলুদ অনুষ্ঠানে কারুশিল্পের ব্যবহার এবং তার নান্দনিক দিকগুলি মূল্যায়ন কর।

সংকেত:

০১। কোন কোন ক্ষেত্রে কারুশিল্পের ব্যবহার করা হয় তা চিহ্নিত কর। (যেমন: কুলা, ডালা...)

০২। কী কী উপকরণ ও কীভাবে নান্দনিক রূপ দেয়া হয় তা’উল্লেখ কর।

উত্তরঃ গায়ে হলুদ বাঙালি জাতির বহুল প্রচলিত উৎসবের মধ্যে একটি l

[Ads]

এই উৎসব বহুকাল বংশ পরম্পরায় চলে আসছে l আর গায়ে হলুদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো হলুদ ছাড়া গায়ে হলুদ কল্পনা করা যায় না l এছাড়াও বিভিন্ন জিনিসপত্র করা হয় কারুশিল্পের ব্যবহার এবং নান্দনিকভাবে  জিনিসগুলো কে ফুটিয়ে তোলা হয় l আমার দেখা হলুদের অনুষ্ঠানে যে সব উপকরণ ব্যবহৃত হয়েছিল সেগুলো হলো:-

  • ডালা
  • কুলা
  • বাটি
  • ফলমূল
  • মিষ্টান্ন ও অন্যান্য খাবার
  • গায়ে হলুদের পোশাক
  • গায়ে হলুদ নেমপ্লেট, ইত্যাদি l

উপরোক্ত জিনিসগুলো নানারকম কারুকাজকরে নান্দনিক লোক দেওয়া হয়ে থাকে l যেভাবে জিনিসপত্র গুলোতে নানারকম কারুকাজ করা হয়ে থাকে নান্দনিক রূপে তা নিচে বর্ণনা করা হলো

[Ads]

ডালা: হলুদের ডালা দিয়েই শুরু হয় বিয়ের প্রথম পর্ব l আর সেখানে থাকে বর-কনেকে দেওয়া উপহার সামগ্রী সহ আরো অনেক কিছু l প্রথমদিকে শুধু বেতের ডালারই প্রচলন ছিল l এখন সুদৃশ্য অথবা কাপড় দিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর দালা পাওয়া যায় l সঙ্গে লেইস সীতা জড়িয়ে ডালায় আনা হচ্ছে নতুনত্ব l মাছের ও পোশাকের ডালা রঙিন সেলোফেন পেপার এবং নানা রঙের নেটের কাপড় পেচিয়ে চারপাশে সোনালী রঙের ফিতা দিয়ে বেঁধে সাজানো হয় l ফলে এটিকে যেমন সুন্দর লাগে তেমন আকর্ষণীয় লাগে বটে l

কুলা: এখনকার বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে কুলাই থাকে নতুনত্ব l যেখানে কুলা থাকে বিভিন্নভাবে নকশাময় l কুলার চারদিকে বিভিন্ন রঙের কাপড় দিয়ে মোড়ানো থাকে এবং ভিতরে বিভিন্ন পাতা ফুল ইত্যাদি নকশা করা থাকে, যা দেখতে অনেক সুন্দর লাগে l

বাটি: বর কনেকে মাখানোর জন্য মেহেদী হলুদ বাটা রাখার জন্য বিভিন্ন রকম বিভিন্ন সাইজের বাটি ব্যবহার হতে দেখা যায় l এগুলো বিভিন্ন আকারের ও বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে l

ফলমূল: এছাড়া বর কনেকে খাওয়ানোর জন্য নানা রকমের

[Ads]

বাহারি ফলমূল বিভিন্নভাবে কেটে উপস্থাপন করা হয় l বিভিন্ন আকার আকৃতিতে ফলগুলোকে সুন্দর ভাবে কেটে সাজিয়ে বর-কনের সামনে রাখা হয় l

মিষ্টান্ন ও অন্যান্য খাবার: ফলমূলের পাশাপাশি বিভিন্ন মুখরোচক ও সুস্বাদু খাবার রাখা হয় l এছাড়াও নানা পদের মিষ্টি পায়েস ইত্যাদি রাখা হয় l

গায়ে হলুদের পোশাক: আমাদের দেশে গায়ে হলুদের প্রচলিত পোশাকের মধ্যে রয়েছে হলুদ পাঞ্জাবি ও হলুদ রঙের শাড়ি l আত্মীয়-স্বজনরা কমবেশি সবাই হলুদ পাঞ্জাবী পড়ে যাতে লতাপাতা ইত্যাদির কিছু কারো কাছে থাকে এবং শাড়ির ক্ষেত্রে মেয়েদের সাথে কোন হলুদ শাড়ি পড়ে l হলুদের শাড়ির পাড় হয় সাধারণত লাল রংয়ের জাতীয় কিছু কাজও করা থাকে l তবে বরের হলুদে সে গেঞ্জি ও লুঙ্গি পড়ে থাকে l

গায়ে হলুদ নেমপ্লেট: বর ও কনে উভয় পক্ষের গায়ে হলুদে বর্ণের নাম অনুসারে নেমপ্লেট টাঙ্গানো হয় l যা বিভিন্নভাবে ডিজাইন করা হয় সেখানে থাকে গায়ে হলুদের সাজ এবং গায়ে হলুদ লেখার বৈচিত্র্যতা l এগুলো বেশিরভাগ ক্ষেত্রে শোলা দিয়ে তৈরি করা হয় l

নির্দেশনা

তােমার দেখা কোন গায়ে হলুদের। | অনুষ্ঠানের অভিজ্ঞতার আলােকে লিখ।

মূল্যায়ন রুব্রিক্স

অতি উত্তম:

  • পাঁচ/ছয়টি উপকরণের নাম উল্লেখ করতে পারা।
  •  পাঁচ/ছয়টি উপাদানের নান্দনিক রূপ দেওয়ার প্রক্রিয়ার বর্ণনা দিতে পারা।
  • ধারণা প্রকাশে স্পষ্ট ভাষা ব্যবহার ও ধারাবাহিকতা রক্ষা করতে পারা।

উত্তম:

  • তিন/চারটি উপকরণের নাম উল্লেখ করতে পারা |
  • তিন/চারটি উপাদানের নান্দনিক রূপ দেওয়ার | প্রক্রিয়ার বর্ণনা দিতে পারা। 
  • ধারণা প্রকাশে স্পষ্ট ভাষা ব্যবহার ও ধারাবাহিকতা রক্ষা করতে পারা।

ভাল:

  •  অন্তত দুইটি উপকরণের নাম উল্লেখ করতে পারা।
  • অন্তত দুইটি উপাদানের নান্দনিক রূপ দেওয়ার। প্রক্রিয়ার বর্ণনা দিতে পারা।
  • ধারণা প্রকাশে ভাষা ব্যবহারে কিছুটা অস্পষ্টতা থাকা
অগ্রগতি প্রয়ােজন:
  • অন্তত দুইটি উপকরণের নাম উল্লেখ করতে পারা।
  • উপাদানের নান্দনিক রূপ দেওয়ার প্রক্রিয়ার বর্ণনা অসম্পূর্ণ
  • ধারণা প্রকাশে ভাষা ব্যবহারে কিছুটা অস্পষ্টতা থাকা

I Boss Host BD