Class Six/8 Christianity Assignment 7th week published by DSHE. Class 8 Christian dhromo Assignment Somadhan. অষ্টম শ্রেণীর 7ম সপ্তাহের খ্রীষ্টান ধর্ম ও নৈতিক শিক্ষা সমাধান। Christianity 2nd Assignment Answer & Solution 7th week. 7th-week assignment Question and Solution is available at Upodesh.com. Hindu dharma protects Christianity religion and moral education in 7th week Class six/8. So we help you to Solve the 5th week Christianity Assignment.

[Ads]

Contents

Class 8 Christianity Assignment 7th Week 2021

Our Education system has come to a standstill due to the Covid-19. So educational institutions have closed for a long time and our schools are not able to run education. In this situation not possible to take academic exams in school. In the case of the Government take a decision to start all students of class 6 to 9 assignment from 1st November to 15 December in the option of Annual Examination. Class 6 Assignment 4th Week for Bangla, English, Math, Islam & Moral Studies, Hinduism, Buddhism, Christianity Religion, Information Communication Technology (ICT), Social Science subjects are available here. বাংলা, ইংরেজি, গণিত, ইসলাম ও নৈতিক অধ্যয়ন, হিন্দুধর্ম, বৌদ্ধধর্ম, খ্রিস্টান ধর্ম, তথ্য যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), সামাজিক বিজ্ঞানের বিষয়সমূহের জন্য ষষ্ট শ্রেণীর অ্যাসাইনমেন্ট। ক্লাস সিক্সের প্রথম থেকে ষষ্ঠ সপ্তাহের সকল এসাইনমেন্ট।

Class 8 Christianity Assignment Answer 2021

Bangla, English, Math, Islam & Moral Studies, Hinduism, Buddhism, Christianity Religion, Information Communication Technology (ICT), Social Science. Class 8 Christianity Assignment 7th Week & Answer

Directorate of Secondary and Higher Education (dshe.gov.bd)  has concluded that they will give the understudies task for the psychological advancement of the understudies. Here we give you the depiction of the Class 9 schedule, tasks, and their answers. The DSHE has distributed a schedule for class 9 so they can without much of a stretch partake to finish their tasks. In the Syllabus, they will get how to make a task. Every weeks work will be given in the schedule, the number of things should be finished, how to finish everything. We will quickly depict it on our site. For more query visit: www.dshe.gov.bd.

Class 8 Christianity Assignment 2021

Class-8-Christianity-Assignment-7th-Week

অষ্টম শ্রেণীর খ্রিষ্ট ধর্ম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ

ভূমিকা

ঈশ্বর তার নিপুণ হাতে মহাবিশ্বের সমস্ত কিছু অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছেন। তার সকল সৃষ্টিই অতি উত্তম। আর মানুষকে তিনি সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ জীব হিসেবে। মানুষকে দিয়েছেন সকল সৃষ্টির উপর কর্তৃত্ব ও প্রভুত্ব করার অধিকার। দায়িত্ব পালনই ঈশ্বরের প্রতি তার আনুগত্য ও বিশ্বস্ততা প্রকাশ করে। এভাবেই তার মনুষ্যত্বের বিকাশ ঘটে এবং সে ঈশ্বরের আহ্বানে সাড়া দিতে পারে।

সৃষ্টিকর্তাকে জানা ও ভালােবাসা

আমরা জানি সৃষ্টিকর্তা কেমন এবং তিনি কি রকম। সৃষ্টিকর্তা হলাে একজন প্রবিত্র ব্যক্তি তার সাথে কারাে তুলনা হয় না। আমার সবাই তাকে | ভালােবাসি। তিনি আমাদের অনেক কিছু দিয়ে থাকে। যার কারণে আমার তাকেই ঈশ্বর হিসাবে জানি এবং ভালােবাসি।

ঈশ্বরের সৃষ্টিকে ভালােবাসা ও যত্ন নেওয়া :

ঈশ্বরের প্রতি অনুগত থেকে সৃষ্টিকে ভালােবেসে তার যত্ন নেওয়া মানুষের দায়িত্ব। সৃষ্টিকে ভালােবাসা ও যত্ন করার মাধ্যমে কীভাবে ঈশ্বরকে ভালােবাসা ও সেবা করা যায়। ঈশ্বরের দেওয়া কাজ গুলাে মেনে চলা মানে হচ্ছে ঈশ্বরকে সবচেয়ে বড় ভালােবাসা। ভালােবাসা যত্ন নেওয়া এগুলাে হচ্ছে দূষণের হাত থেকে পরিবেশকে রক্ষা করার ঈশ্বরের সৃষ্টিকর্মকে দূষণের হাত থেকে রক্ষা করা ইত্যাদি। তাহলে ঈশ্বরকে ভালােবাসা হবে।

উত্তমতা ও সৌন্দর্য রক্ষা 

ঈশ্বরের সৃষ্টিকে যত্ন ও রক্ষা করার উপায় জানার পূর্বে আমাদের জানা দরকার কীভাবে পরিবেশ দূষিত হচ্ছে, কীভাবে ঈশ্বরের সৃষ্টির উত্তমতা ধ্বংস হচ্ছে। ঈশ্বরের সৃষ্টির উত্তমতা প্রতিদিন হারিয়ে যাচ্ছে। সৃষ্টি প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে। ফলে সৃষ্টির সৌন্দর্য বিনষ্ট হচ্ছে। তার একটি অন্যতম কারণ হলাে মানুষের পাপ। বিশেষত মানুষের স্বার্থপরতার ফলে সৃষ্টির সৌন্দর্য কলুষিত হচ্ছে। তাই আমাদের উচিৎ নিজের উত্তমতা ও সৌন্দর্য রক্ষা করা।

সৃষ্টির উত্তমতা ঃ

ঈশ্বর যদি মানুষকে প্রথম দিনই সৃষ্টি করতেন, অন্যান্য সৃষ্টির সেবাযত্ন না পেয়ে সে পরের দিনই মরে যেত।এটি একটি গুরুত্বপূর্ণ উক্তি। আমরা অনেক সময় এই এটিকে গুরুত্ব দেই না। এর কারণ হলাে, আমরা উপলব্ধি করতে পারি না কীভাবে সৃষ্টি আমাদের যত্ন নিচ্ছে। তাই সৃষ্টিকে যেমন খুশি তেমনভাবে ব্যবহার করছি। নিজের স্বার্থে সৃষ্টির অপব্যবহার করছি।

সৃষ্টির সেই প্রথম যুগে ঈশ্বর ও মানুষের সাথে এবং মানুষ ও সৃষ্টির সমস্ত কিছুর সাথে সুন্দর সম্পর্ক বিদ্যমান ছিল। মানুষের পাপের কারণে সেই মিলনে বিচ্ছিন্নতা এসেছে। তার সকল সৃষ্টিই উত্তম। আমরা এই বিষয়ে আগে বিশদভাবে জানতে পেরেছি। মানুষ হলাে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, অতি উত্তম। আমরা তাই ঈশ্বরের দেওয়া উত্তম জিনিস গুলাে রক্ষারলে সৃষ্টি উত্তমতা রক্ষা হবে।

উপসংহারঃ

সৃষ্টির মধ্য দিয়ে ঈশ্বর তার ভালােবাসাকেই মানুষের কাছে প্রকাশ করেছেন। কারণ তিনি ভালােবাসার উৎস তিনিই প্রকৃত ভালােবাসা। তিনি আমাদের শিখিয়েছেন কীভাবে ভালােবাসতে হয়। ঈশ্বরের সৃষ্টিকে ভালােবাসা ও সৃষ্টির যত্ন নেওয়ার মধ্য দিয়ে আমরা সৃষ্টিকর্তা ঈশ্বরকে ভালােবাসতে পারব। সৃষ্টির যত্ন নেওয়া ও তার উপর প্রভুত্ব করতে গিয়ে মানুষকে অবশ্যই সর্বপ্রথম তার নিজের উত্তমতা ও সৌন্দর্যকে রক্ষা করতে হবে। সৃষ্টির যত্ন করার দায়িত্ব একটি ভালােবাসার দায়িত্ব, এটি দাসত্ব নয়। মানুষ সৃষ্টির যত্ন নিবে সৃষ্টিও মানুষের সেবার উদ্দেশ্যে রচিত হয়েছে। সৃষ্টির সেবা পাওয়ার কারণেও মানুষকে সৃষ্ট সমস্ত কিছুর প্রতি ভালােবাসা ও তার যত্ন করা প্রয়ােজন।

মূল্যায়ন নির্দেশক

  • উত্তর দানের ধরণ ঠিক আছে কী-না
  • বিষয়বস্তুর গভীরতা কতটুকু
  • গাছ লাগানাের গুরুত্ব অনুধাবন করেছে কী-না
  • শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকের আলােকে লিখেছে কী-না
  • শিক্ষকগণ শিক্ষার্থী প্রদত্ত উত্তরের মধ্যে জ্ঞান, অনুধাবন, উচ্চতর ও প্রয়ােগ দক্ষতার ধাপ অনুসরণ করেছে কী-না মূল্যায়ণ করবেন।

I Boss Host BD