Class 8 Studies Bangla Important Questin & Revision Notes MCQ

Our regular activities have started in Class 8. In addition, to academic studies at educational institutions, we have started digital teaching to fill your gaps online. Teaching activities for all classes have already started. Not only during coronation but also after coronation, you need to finish your routine to achieve your goal on time. The whole book will divided into several parts. Consistently the board will understand each line of the books. Class 8 porashona. Revision Notes MCQ. Class 8 Studies Bangla Important Questin & Revision Notes

Contents

Class 8 Studies Bangla অষ্টম শ্রেণির পড়াশোনা বাংলা

Students, we started this organization with your regular study activities. The original book will read over and over again with attention, then the model will create its own questions and practice on its own. It is not a matter for you to formulate questions like space, truth and falsehood, answers to short questions etc. According to the new syllabus, the teaching activities of the sixth grade students have started. And we will try to get students in each class to practice reading according to their new syllabus. There will a detailed discussion based on the chapter as well as sorting out these posts with important questions and answers. We will continue this activity with all classes of study continuously. Keep an eye on our site regularly to get them. Revision Notes MCQ

৮ম শ্রেণির পড়াশোনা

দুই বিঘা জমি

১. ‘দুই বিঘা জমি’ কোন ধরনের কবিতা?

ক. কাহিনি কবিতা

খ. গীতিকবিতা

গ. চতুর্দশপদী কবিতা

ঘ. স্বদেশপ্রেমের কবিতা

২. ‘সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম’—পঙ্ক্তিটিতে যে ভাব প্রকাশ পেয়েছ—

i. স্মৃতিকাতরতা

ii. স্পর্শকাতরতা

iii. অনুদারতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

৩. বাবু সাহেবের সম্পত্তির আকাঙ্ক্ষা ফুটে উঠেছে যে চরণে

i. বাবু কহিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে

ii. পেলে দুই বিঘে, প্রস্থ ও দিঘে সমান হইবে টানা

iii. এ জগতে হায়, সেই বেশি চায়, আছে যার ভূরি ভূরি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

নিচের কবিতাংশটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও

‘মাটির কলসে জল ভরে

ঘরে ফিরে সলিমের বউ তার ভিজে দুটি পায়।’

৪. ‘দুই বিঘা জমি’ কবিতার যে দিক ওপরের উদ্দীপকে ফুটে উঠেছে, তা হচ্ছে—

ক. নদীমাতৃক দেশ

খ. গ্রামীণ আবহাওয়া

গ. দরিদ্র জীবন

ঘ. স্মৃতিধন্য গ্রাম

৫. ওপরের অনুচ্ছেদে ‘দুই বিঘা জমি’ কবিতার আলোকে ফুটে ওঠা ভাবটি নিচের কোন পঙ্ক্তিতে প্রকাশ পেয়েছে?

ক. চোখে আসে জল ভরে

খ. আঁখিজলে ভাসি

গ. সজল চক্ষে, করুন রক্ষে

ঘ. জল লয়ে যায় ঘরে

৬. ‘দুই বিঘা জমি’ কবিতার উৎস কোন কাব্যগ্রন্থ?

ক. সোনার তরী

খ. কথা ও কাহিনী

গ. শেষ লেখা

ঘ. চিত্রা

৭. ভূস্বামীর প্রস্তাবের কত দিন পরে উপেন ভিটেমাটি ছেড়ে পথে বের হয়?

ক. এক মাস

খ. দেড় মাস

গ. দুই মাস

ঘ. আড়াই মাস

৮. এক বিঘা সমান কত বর্গমিটার?

ক. ১৪৪০০

খ. ১৪০০

গ. ১৩৪৩

ঘ. ১৩৩৪

৯. রাজার হস্ত করে কার সমস্ত ধন চুরি?

ক. গরিবের

খ. উপেনের

গ. কাঙালের

ঘ. পারিষদের

১০. কত খ্রিষ্টাব্দে কবিগুরু সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?

ক. ১৯১১

খ. ১৯১২

গ. ১৯১৩

ঘ. ১৯১৪

দুই বিঘা জমি

১১. ‘বেটা সাধুবেশে পাকা চোর অতিশয়।’ এখানে চোর বলা হয়েছে কাকে?

ক. উপেন

খ. ভূস্বামী

গ. পারিষদ

ঘ. মালী

১২. উপেন কত বছর পরে নিজ গ্রামে প্রবেশ করে?

ক. ১০–১৫ বছর

খ. ১৪–১৫ বছর

গ. ১৫–১৬ বছর

ঘ. ১৫–২০ বছর

১৩. উপেন জন্মভূমিকে কী বলে ধিক্কার দিয়েছে?

ক. নিলাজ কুলটা

খ. নিলাজ জননী

গ. নিলাজ দাসি

ঘ. দাসি জননী

১৪. দুই বিঘা জমির সবকিছু নিশ্চিহ্ন হলেও কালের সাক্ষী হিসেবে এখনো কোন স্মৃতিচিহ্নটুকু আছে?

ক. প্রাচীর

খ. শাকপাতা

গ. পুষ্পিত কেশ

ঘ. আমগাছ

১৫. সহসা কে শ্বাস ফেলে গেল?

ক. শাখা

খ. ফল

গ. বাতাস

ঘ. ঝড়

১৬. ভগবান উপেনকে কোথায় রাখবে না বলে ভেবেছিল?

ক. দুই বিঘা জমিতে

খ. সাধুর শিষ্য করে

গ. মোহ গর্তে

ঘ. হাটে-মাঠে-বাটে

১৭. দুই বিঘা জমির অঞ্চলে কয় রঙা পাতা শোভা পায়?

ক. চাররঙা

খ. পাঁচরঙা

গ. ছয়রঙা

ঘ. সাতরঙা

নিচের কবিতাংশটি পড়ে ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

‘বাংলার হাওয়া বাংলার জল

হৃদয় আমার করে সুশীতল।’

১৮. উদ্দীপকটি ‘দুই বিঘা জমি’ কবিতার যে পঙ্ক্তিগুচ্ছের সঙ্গে বেশি প্রাসঙ্গিক—

i. গঙ্গার তীর, স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি

ii. অবারিত মাঠ, গগন ললাট চুমে তব পদধূলি

iii. বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

১৯. ‘স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানু মাথা।’ উপেন কোথায় মাথা ঠেকাল?

ক. ফল দুটিতে

খ. দুই বিঘা জমিতে

গ. প্রাচীরের দিকে

ঘ. আমগাছে

২০. ‘দুই বিঘা জমি’ কবিতায় প্রকাশিত মূল বিষয় কী?

ক. সম্পদলিপ্সা

খ. বাগানবিলাস

গ. সাধুর শিষ্য

ঘ. পাকা চোর

দুই বিঘা জমি

২১. ‘বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা’ —এখানে ‘শান্ত হইল ব্যথা’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. ব্যথা সৃষ্টি হলো

খ. ব্যথা বেশি হলো

গ. ব্যথা দূর হলো

ঘ. মালি ব্যথা দিল

২২. উপেন জন্মভূমিকে ‘নিলাজ কুলটা ভূমি’ বলে ধিক্কার দিয়েছে কেন?

ক. যখন যার তখন তার বলে

খ. দরিদ্র মাতা ছিল বলে

গ. আঁচল ভরে রাখত না

ঘ. সেদিনের চিহ্ন নেই বলে

২৩. ‘তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।’—এখানে ‘সাধু’ বলতে কাকে বোঝানো হয়েছে?

ক. ভূস্বামী

খ. উপেন

গ. মালী

ঘ. পারিষদ

২৪. দুই বিঘা জমির মাটিকে ‘সোনার বাড়া’ বলার কারণ কী?

ক. মরিবার মতো ঠাঁই

খ. সপ্তপুরুষের বাস

গ. মিথ্যা দেনার খত

ঘ. বিলাস বেশ ধরায়

২৫. ‘তুই হেথা বসি ওরে রাক্ষসী, হাসিয়া কাটাস দিন’—এখানে ‘রাক্ষসী’ শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?

ক. সুখহীন

খ. গৃহহারা

গ. দানবী

ঘ. দয়ালু

২৬. ‘সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে’—এখানে ‘সন্ন্যাসী’ শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?

ক. গৃহবিবাগী

খ. গৃহ আসক্ত

গ. গৃহ লুটেরা

ঘ. গৃহবন্দী

২৭. উপেনের প্রাণ ‘মা’ বলার জন্য আনচান করে কেন?

ক. বাল্যকালে মা মারা যাওয়ায়

খ. মাতৃভূমি থেকে উচ্ছেদ হওয়ায়

গ. দীর্ঘদিন প্রিয়জনের মুখ না দেখায়

ঘ. সাধুর শিষ্য হওয়ায়

২৮. ‘বিদীর্ণ-হিয়া ফিরিয়া ফিরিয়া চারি দিকে চেয়ে দেখি’—এখানে ‘বিদীর্ণ হিয়া’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. ভাঙা মন

খ. প্রফুল্ল মন

গ. ছন্নছাড়া মন

ঘ. উদাসী মন

২৯. ‘আঁখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে’—এখানে ‘মৌনভাব’ কথাটিতে রাজার কী প্রকাশ পেয়েছে?

ক. সম্মতির লক্ষণ

খ. রাজার নির্মমতা

গ. পাষণ্ডতা

ঘ. আনন্দ

৩০. ‘ভূস্বামী’ শব্দের অর্থ কী?

ক. জমিদার

খ. কৃষক

গ. মাঝি

ঘ. চাষি

Class 8 Studies Bangla Important Questin & Revision Notes.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I Boss Host BD