The Directorate of Secondary and Higher Education (dshe.gov.bd)  has concluded that they will give the understudies task for the psychological advancement of the understudies. Here we give you the depiction of the Class 9 schedule, tasks, and their answers. The DSHE has distributed a schedule for class 9 so they can without much of a stretch partake to finish their tasks. In the Syllabus, they will get how to make a task. Every week’s work will be given in the schedule, the number of things should be finished, how to finish everything. We will quickly depict it on our site. For more query visit: www.dshe.gov.bd. Class 9 10th Week Career Education Assignment Answer 2021.

Class 9 10th Week Career Education Assignment Answer

এ্যাসাইনমেন্ট নং-১

অধ্যায় ও শিরােনামঃ প্রথম অধ্যায়: আমি ও আমার ক্যারিয়ার

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ

ক্যারিয়ারের ধারণী,ক্যারিয়ারের বিকাশ, ক্যারিয়ার শিক্ষার গুরুত্ব,আমি, আমার শিক্ষা ও ক্যারিয়ার,কর্মজগৎ ও আমি,আমার আগ্রহ, যােগ্যতা ও মূল্যবােধ,আমার যােগ্যতা ও দক্ষতা,কর্মক্ষেত্রে মুল্যবােধ,আমার স্বপ্নের ক্যারিয়ার

[Ads]

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ

১। তােমার বাবা ও মায়ের কাজের একটি তালিকা তৈরি করে কোনটি বৃত্তি এবং কোনটি পেশা তা নির্ধারণ করে নির্ধারণ করে ছকে লিখ।

Ans.

মূলত কোন উদ্দেশ্য সাধনের জন্য যে কোন শারীরিক বা। মানসিক কর্মকাণ্ড-ই হলাে কাজ। এটি অর্থ উপার্জনের জন্য হতে পারে বা অর্থ উপার্জন ছাডাও হতে পারে।।দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ ছাড়াই অর্থ উপার্জন করতে পারে। পেশা: পেশা মূলত এমন কাজ যার জন্য ব্যক্তির বিশেষ ধরনের শিক্ষা ও প্রশিক্ষণের প্রযােজন হ্য। আর বৃত্তি হলাে এমন একটি কাজ যা দ্বারা কোন ব্যক্তি বিশেষ কোনাে শিক্ষা বা এটি ক্যারিয়ারের সাথে, সম্পর্কযুক্ত হতেও পারে আবার নাও হতে পারে। তবে। | ক্যারিয়ারের সাথে পেশা বেশি সম্পর্কযুক্ত।ক্যারিয়ার হলাে সব ধরনের কাজ, পেশা, চাকরি। বা জীবন অভিজ্ঞতার সমন্বিত রূপ, যা একজন ব্যক্তি তার সারা জীবনে অর্জন করে। শিক্ষাকে কাজে লাগিযে অর্থ উপার্জন করাকে পেশা বলে। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া কোনাে প্রশিক্ষণ নিয়ে অর্থ উপার্জন করাকে বৃত্তি বলে। বৃত্তি বলতে সাধারণ। একটা ধারণাকে বুঝায়। যার জন্য কোনাে তাত্তিক জ্ঞান বা প্রাতিষ্ঠানিক শিক্ষার একান্ত প্রযােজন হয় না।

আমার বাবা ও মায়ের কাজের একটি তালিকা তৈরি করে নিম্নের ছকে লিখা হলাে

বাবা কাজের তালিকায় বৃত্তি ও পেশা নির্ধারণ:

কাজের বিবরণ: বাগান পরিচর্যা করা, ঘরের কাজে সহায়তা করা, বেকার | যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, চিকিৎসক, আইনজীবী।

বাবার বৃত্তি

১.বাগান পরিচর্যা করা

২.ঘরের কাজে সহায়তা করা

.বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি।

বাবার পেশা

১.চিকিৎসক

২.আইনজীবী।

মায়ের কাজের তালিকায় বৃত্তি ও পেশা নির্ধারণ:

কাজের বিবরণ: বাগান করা, ঘর বা গৃহস্থালির কাজ করা, গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষিকা, সাংবাদিক।

মায়ের বৃত্তি: 

১.বাগান করা ।

২.ঘর বা গৃহস্থলীর কাজ করা

৩.গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টি

মায়ের পেশা : 

.শিক্ষিকা

২.সাংবাদিক

নির্দেশনা

১।  প্রয়ােজনে পাঠ্যপুস্তকের সাহায্য নিতে বলুন। এ্যাসাইনমেন্টটি শিক্ষার্থীদের বুঝিয়ে বলুন এবং নির্ধারিত সময়ে জমা নিন।

২।  বিষয়বস্তু সম্পর্কে ধারনা দিয়ে নির্দেশনা প্রদান করুন। এ্যাসাইনমেন্টটি নির্ধারিত সময়ে জমা নিন।

৩। পাঠ্যপুস্তকের সাহায্য নিতে বলুন। এ্যাসাইনমেন্টটি শিক্ষার্থীদের বুঝিয়ে বলুন এবং নির্ধারিত সময়ে জমা নিন।

Conclusion

In Other words, our efforts in creating thematic assignments ensure that everyone benefits. As a result, this is our activity in creating Bangla assignments for classes six to nine. Hopefully, we have been able to solve all the assignments very easily and properly. In order to, we will continue such activities in the future. so we hope you like it.

Stay tuned with us.

I Boss Host BD