Class Six Bangla Studies. Keep an eye on our site to get class six study updates. We have introduced daily reading practice activities according to the sixth grade textbook activities. We hope this will benefit the sixth grade students. In this way we will try to give daily subject based reading practice to each class. As a result, today we taught sixth grade Bangla. Class Six Bangla Studies.

Class Six Bangla Studies ষষ্ঠ শ্রেণির পড়াশোনা – বাংলা

The syllabus has arranged for the sixth grade students in the new year. According to the new syllabus, the teaching activities of the sixth grade students have started. And we will try to get students in each class to practice reading according to their new syllabus. There will a detailed discussion based on the chapter as well as sorting out these posts with important questions and answers. And we will continue to do this. Keep an eye on our site for updates on these important chapter-based studies.

ভাষা ও বাংলা ভাষা : বহুনির্বাচনি প্রশ্ন

১. প্রাণিজগতে একমাত্র কাদের ভাষা আছে?

ক. পাখির

. পশুর

গ. মানুষের

. সবার

২. ভাষা ব্যবহারের জন্য অন্যান্য প্রাণীর তুলনায় মানুষ ব্যতিক্রম যেদিক থেকে

i. স্নায়ুতন্ত্র

ii. মস্তিষ্ক

iii. মানুষের অন্যান্য প্রত্যঙ্গ

নিচের কোনটি ঠিক?

ক. i ii

. i iii

গ. ii iii

. i, ii iii

৩. ভাষার মাধ্যমে আমরা যে ধরনের অনুভূতি প্রকাশ করি, তা হলো

i. হিংসা-বিদ্বেষ

ii. ভালোলাগা-ভালোবাসা

iii. ঘৃণা-ক্ষোভ

নিচের কোনটি ঠিক?

ক. i ii

. i iii

গ. ii iii

. i, ii iii

৪. ভাষাকে দেশ গঠনের কী হিসেবে গ্রহণ করা হয়?

ক. মাধ্যম

. হাতিয়ার

গ. অঙ্গ

. বাহক

৫. ভাষা কত প্রকার?

ক. ১

খ. ২

গ. ৩

ঘ. ৪

৬. যেসব ভাষা লেখার ব্যবস্থা নেই, সেগুলোকে কী বলে?

ক. মৌখিক ভাষা

খ. লিখিত ভাষা

গ. ইশারা ভাষা

ঘ. সব কটি

৭. কোন ভাষার সীমাবদ্ধতা আছে?

ক. লিখিত ভাষার

খ. ইশারা ভাষার

গ. মৌখিক ভাষার

ঘ. সব কটির

৮. ভাষার লিখনব্যবস্থা—

i. বর্ণভিত্তিক

ii. অক্ষরভিত্তিক

iii. ভাবাত্মক

নিচের কোনটি ঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

৯. যে ভাষার বর্ণ রয়েছে, সেগুলো হলো

i. ইংরেজি

ii. বাংলা

iii. তামিল

নিচের কোনটি ঠিক?

ক. i ii

. i iii

গ. ii iii

. i, ii iii

১০. অক্ষর কী?

ক. বর্ণ

. ধ্বনি

গ. বাক্য

. কথার টুকরো অংশ

১১. উচ্চারণের একক কী?

ক. বর্ণ

খ. ধ্বনি

গ. অক্ষর

ঘ. শব্দ

১২. অক্ষর অনুযায়ী যেসব ভাষা লেখার ব্যবস্থা গড়ে উঠেছে, তাকে কোন ধরনের লেখা বলে?

ক. বর্ণভিত্তিক

খ. অক্ষরভিত্তিক

গ. ভাবাত্মক

ঘ. ভাষাভিত্তিক

১৩. ভাষার প্রধান উপাদান কয়টি?

ক. ১

খ. ২

গ. ৩

ঘ. ৪

১৪. কোনটি ভাষার উপাদান নয়?

ক. বাগ্ধ্বনি

খ. বাগর্থ

গ. আওয়াজ

ঘ. বাক্য

১৫. পশুপাখির ডাককে কী বলে?

ক. ধ্বনি

খ. ভাষা

গ. আওয়াজ

ঘ. সংকেত

দ্বিতীয় অংশ

১৬. এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কী বলে?

ক. আওয়াজ

খ. শব্দ

গ. ধ্বনি

ঘ. ভাষা

১৭. বাক্য বলতে বোঝায়—

i.কথা

ii.বাচন

iii.অর্থবোধক শব্দ

নিচের কোনটি ঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

১৮. ভাষার উপাদান হিসেবে বাক্যের স্থান কততম?

ক. প্রথম

খ. দ্বিতীয়

গ. তৃতীয়

ঘ. চতুর্থ

১৯. বাক্যের সঙ্গে সম্পর্ক রয়েছে—

i. বক্তা

ii. শ্রোতা

iii. দর্শক

নিচের কোনটি ঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

২০. ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কী বলে?

ক. ধ্বনি

খ. শব্দ

গ. বাক্য

ঘ. বাগার্থ

২১. অঙ্গভঙ্গির মাধ্যমে, ছবি এঁকে, নানা ধরনের চিহ্ন ও সংকেত ব্যবহার করে মনের ভাব প্রকাশ করাকে কী ভাষা বলে?

ক. অঙ্গভঙ্গির ভাষা

খ. ভাববিনিময়ের ভাষা

গ. চোখের ভাষা

ঘ. বর্ণনার ভাষা

২২. সংকেত ভাষা প্রকাশ করা হয়—

i. আঙুল মুখে ছুঁয়ে

ii. হাত মাথায় উঠিয়ে

iii. বুকে হাত দিয়ে

নিচের কোনটি ঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

২৩. সংকেত ভাষার অপর নাম কী?

ক. চোখের ভাষা

খ. ভাববিনিময়ের ভাষা

গ. ইশারা ভাষা

ঘ. বর্ণনার ভাষা

২৪. মাতৃভাষা হলো—

i. মায়ের কাছ থেকে শেখা ভাষা

ii. মায়ের মতো যে শিশুকে প্রতিপালন করে, তার কাছ থেকে শেখা ভাষা

iii. জন্মের পর থেকে যার সেবা ও যত্নে শিশু ধীরে ধীরে বেড়ে ওঠে, তার কাছ থেকে শেখা ভাষা

নিচের কোনটি ঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

২৫. শিশু প্রথম যে ভাষা শেখে, তাকে বলে—

i. প্রথম ভাষা

ii. মাতৃভাষা

iii. বিদেশি ভাষা

নিচের কোনটি ঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

২৬. ভৌগোলিক ব্যবধানের কারণে সৃষ্ট ভাষার রূপবৈচিত্র্যকে বলা হয়—

i. উপভাষা

ii. প্রমিত ভাষা

iii. কথ্য ভাষা

নিচের কোনটি ঠিক?

ক. i

খ. ii

গ. i ও ii

ঘ. i, ii ও iii

২৭. ভৌগোলিক ব্যবধান বা অঞ্চলভেদে ভাষার যে বৈচিত্র্য, তাকে কী ভাষা বলে?

ক. কথ্যভাষা

খ. উপভাষা

গ. প্রমিত ভাষা

ঘ. ব্যক্তিভাষা

২৮. উপভাষার আরেক নাম কী?

ক. আঞ্চলিক ভাষা

খ. কথ্যভাষা

গ. ব্যক্তিভাষা

ঘ. প্রমিত ভাষা

২৯. একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষারূপকে কী বলে?

ক. ব্যক্তিভাষা

খ. কথ্য ভাষা

গ. উপভাষা

ঘ. প্রমিত ভাষা

৩০. প্রমিত ভাষার অপর নাম কী?

ক. ব্যক্তিভাষা

খ. মান ভাষা

গ. উপভাষা

ঘ. কথ্য ভাষা

I Boss Host BD