HSC Logic 2nd Paper 2nd Week Assignment 2021

HSC Logic 2nd Paper 2nd Week (যুক্তিবিদ্যা ২য়  পত্র) Assignment 2021. এইচএসসি Logic Assignment Answer, এইচএসসি যুক্তিবিদ্যা অ্যাসাইনমেন্টের উত্তর, Hsc Logic Assignment Answer. Logic 2nd paper Assignment। এইচএসসি যুক্তিবিদ্যা ২য়  পত্র এসাইনমেন্ট. In other words, HSC Logic 2nd Paper Assignment 2022. এইচএসসি যুক্তিবিদ্যা ২য়  পত্র এসাইনমেন্ট ২০২২. HSC Logic 2nd Paper 2nd Week Assignment. So College Logic assignment 2nd Week 2021. Class 11 Logic Assignment 2021.

Assignment or Evaluation Guidelines have published for the candidates of Higher Secondary Examination 2020 in light of the successful argument of ‘Rearrangement’. Assignments have published by the Department of Secondary and Higher Secondary Education(dshe.gov.bd).

Contents

HSC Logic 2nd Paper Assignment

The pandemic situation in the country has taken a terrible turn. Meanwhile, holidays in educational institutions are increasing due to the deteriorating pandemic condition. Ministry of Education is forced to close educational institutions to avoid health risks to students due to deteriorating pandemic conditions. Following this, the Ministry of Education initiates assignments to keep the secondary students engaged in their studies. And later it was decided to start an assignment or schedule work to continue higher education. The Director-General of the Department of Secondary and Higher Secondary Education said that the number of students will be given in this assignment.

উল্লেখ্য, সাপ্তাহিক এসাইনমেন্ট এর ভিত্তিতে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করার নির্দেশনা দেয়া হয়েছে l মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন এবারের অ্যাসাইনমেন্টে শিক্ষার্থীদের নম্বর দেওয়া হবে l যা পরবর্তী ক্লাসে ওঠার ক্ষেত্রে কাজে দেবে l

HSC Exam 2022 Logic 2nd Paper Assignment 2021

Logic is an essential theoretical subject for Humanities students. The importance of Logic in science is immense. And so the assignment of Logic students of Humanities department in 2022 HSC exam is vital. Logic 2nd paper assignments have already published.

যুক্তিবিদ্যা প্রথম পত্রের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ

শিক্ষার্থীদের জন্য আমাদের পরামর্শ, আমরা যেভাবে উত্তর/সমাধান দিব সেটা হুবহু না লিখে উত্তরটা নিজের ভাষায় লেখার চেষ্টা করতে l এতে করে শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজে ভালো নম্বর অর্জন করতে পারবে l

Logic-2nd-Paper

মানুষ হয় বুদ্ধিদীপ্তসম্পন্ন প্রাণি – এর ব্যতিক্রম হলে সংজ্ঞায় যে ধরনের ত্রুটি দেখা দেয় তা বিশ্লেষণ করা হলাে :

অ্যাসাইনমেন্টের উত্তর

 

যৌক্তিক সজ্ঞার প্রাসঙ্গিকতা ও প্রকৃতি :

এখানে যৌক্তিক সংজ্ঞা দানের সহজ উপায় হলাে, পদের আসন্নতম জাতিকে এবং ঐ বিশেষ পদটির বিভেদক লক্ষণকে উল্লেখ করা। যেমন – মানুষ পদের সংজ্ঞা হলাে সব মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী। এখানে মানুষ পদের আসন্নতম জাতি হলাে প্রাণি আর এ বিভেদক লক্ষণ হলাে বুদ্ধিবৃত্তি। সংজ্ঞা প্রসঙ্গে বলা যায়, কোনাে পদের সংজ্ঞা প্রদান করতে হলে জাত্যৰ্থ উল্লেখ করতে হবে। কিন্তু উদাহরণ দিতে গিয়ে আমরা কখনাে জাত্যর্থ, জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করি। তাই সংজ্ঞার প্রকৃতি প্রসঙ্গে আমদের জানা উচিত।

যৌক্তিক সংজ্ঞা :

সাধারণভাবে বলা হয়ে থাকে যে যৌক্তিক সংজ্ঞা অর্থ হলাে একটি পদের পূর্ণ জাত্যর্থকে সুস্পষ্ট ভাবে প্রকাশ করা। অর্থাৎ একটি পদের সম্পূর্ণ জাত্যর্থকে সুস্পষ্টভাবে ব্যক্ত করাই হলাে যৌক্তিক সংজ্ঞা। যেমন- মানুষ পদটি সংজ্ঞাদান করতে বলা হলে আমাদের মানুষ পদের জাত্যর্থের সুস্পষ্ট উল্লেখ করে বলতে হবে যে, “মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী। আমরা জানি মানুষ পদের জ্ঞাত্যর্থ হচ্ছে বুদ্ধিবৃত্তি ও প্রাণিত্ব। এখানে দুটিই গুণের উল্লেখ আছে। অন্যকোন গুনের উল্লেখ সংজ্ঞায় থাকতে পারে না।”

যৌক্তিক সংজ্ঞার নিয়মাবলি :

১)যে পদের সংজ্ঞা দিতে হবে সে পদের সম্পূর্ণ জ্ঞাত্যৰ্থ উল্লেখ করতে হবে, কমও না বেশিও না।

২) যে পদের সংজ্ঞা দিতে হবে সে পদটি থেকে সংজ্ঞাটি স্পষ্টতর হতে হবে। সংজ্ঞায় দুর্বোধ্য বা রূপক ভাষা ব্যবহার করা যাবে না।

৩)সংজ্ঞায় প্রতিশব্দ ব্যবহার করা যাবেনা।

৪)সংজ্ঞায় সদর্থক শব্দ ব্যবহার করতে হবে।

৫)যে পদটির সংজ্ঞা দিতে হিবে সে পদের সংজ্ঞার্থ পদ খুব সহজে রূপান্তরযােগ্য হতে হবে।

সংজ্ঞার নিয়ম লঙ্গনজনিত অনুপপত্তি :

১) ১ম নিয়মের অনুপপত্তি : ক) বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি:সংজ্ঞায় জাত্যর্থের অতিরিক্ত গুণ হিসেবে উপলক্ষণ উল্লেখ থাকলে, এ অনুপপত্তি ঘটে। যেমন- মানুষ হয় বুদ্ধিবৃত্তি ও বিচারশক্তি সম্পন্ন জীব। (এখানে বিচারশক্তি উপলক্ষণ যা অতিরিক্ত হিসেবে আছে) খ)অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি: সংজ্ঞায় অতিরিক্ত গুণ হিসেবে বিচ্ছেদ্য। অবান্তর লক্ষণ উল্লেখ থাকলে এ অনুপপত্তি হয়। যেমন- মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন সভ্য জীব। (এখানে সভ্য গুণটি বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ)

২) ২য় নিয়মের অনুপপত্তি : ক)রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তিঃ সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করলে এ অনুপপত্তি ঘটে।যেমন-সিংহ হয় পশুর রাজা। খ)দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তিঃ সংজ্ঞায় দুর্বোধ্য শব্দ ব্যবহার করলে এ অনুপপত্তি ঘটে।যেমন-বটবৃক্ষ হলাে জটাজুট লাঞ্চিত সবিতাতপ নিরােধক মহাস্থবির পাদপ।

৩) ৩য় নিয়মের অনুপপত্তি : ক)চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তিঃ সংজ্ঞায় প্রতিশব্দ বা সমার্থক ব্যবহার করলে এ অনুপপত্তি ঘটে।যেমন- মানুষ হয় মানব।

৪) ৪র্থ নিয়মের অনুপপত্তি : ক)নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তিঃ সংজ্ঞায় নঞর্থক শব্দ ব্যবহার করলে এ অনুপপত্তি ঘটে। যেমন- পাপ নয় পূণ্য।

(১নং ও ৫ং অনুপপত্তি একই) সংজ্ঞার সীমাবদ্ধতা আলােচনাঃ সীমাবদ্ধতাঃ ১। বৃহত্তর জাতির সংজ্ঞা দেওয়া যায় না। যেমনঃ দ্রব্য। ২। নামবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না। যেমনঃ শাফিন। ৩। বিশিষ্ট গুনবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না।

যেমনঃ সততা,মিষ্টত্ব। ৪। মনের মৌলিক গুণসমূহের সংজ্ঞা দেওয়া যায় না। যেমনঃ সুখ,দুঃখ,আনন্দ।

 

Conclusion

In Other words, our efforts in creating thematic assignments ensure that everyone benefits. As a result, this is our activity in creating Bangla assignments for classes six to nine. Hopefully, we have been able to solve all the assignments very easily and properly. In order to, we will continue such activities in the future. so we hope you like it.

Stay tuned with us.🙌

For more query ask us without any hesitation: Click Here!!😊

https://m.me/nhasibul

https://m.me/consciously.unconscious.7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

I Boss Host BD