Contents

মেডিকেল এডমিশন টেস্ট- 2019

Medical Question Solution 2019-20

Every year held on Medical admission in Bangladesh. A huge number of Students apply and selected a few numbers of Brilliant Students. Admission Circular 2019-20 held and you able to see the Medical Question Solution 2019-20. Medical admission notices total GPA-9 in SSC and HSC Exam. Medical admission Question solution 201920

  • Application start 27 August 2019
  • Admission date 11 October 2019 at 10:00 am
  • Application fees: 1000
  • more Information Visit
Biology30
Physics20
Chemistry25
English15
General knowledge

History and Culture of Bangladesh6
International Affair4
10
Total mark100
Time1 Hour
Negative mark each Answer0.25
Pass Mark40

Medical Admission Question Solution 2019-20

সমাধান:

1. চাপের এসআই একক কি?

উওর: pascal

2. বাংলাদেশ কত সালে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে?

উত্তর: 1997

3. সাইকাসের শস্য কেমন?

উত্তর: হ্যাপ্লয়েড।

৪. কবুতর কোন শ্রেণীর প্রাণী?

উত্তর : aves শ্রেণী।

5. কোনটি সিলােমবিহীন পর্ব ?

উত্তর: Fasicola

6. Swim এর past participle কোনটি?

উওর: swum

7. পদার্থ বিজ্ঞানের শাখা নয়?

উওর: Anthropology

8. Na+ আয়নে ইলেকট্রন থাকেকয়টি ?

উত্তর: ১০টি (blank)

9. কোনটি অপ্রকৃত ফল?

উওর: আনারস

10. কোনটি খারাপ লিপিড়?

উওর: LDL

11. ঘাসফড়িং এর হেপাটিক শিকা কয়টি?

উত্তর : ১২ টি।

12. Laser এর পূর্ণরূপ কি? –

উত্তর : light amplification by stimulated emission of radiation

13. বাংলা একাডেমির মূল ভবনের নাম কি?

উত্তর : বর্ধমান হাউজ।

14. আন্তঅবস্থান্তর মৌল কয়টি ?

উত্তর: ২৪ টি

15. কোনটা অম্লধর্মী অক্সাইড?

উত্তর: -B(oh)3

16. বিশুদ্ধ পানির পিএইচ কত?

উওর:

17. পেসমেকার কোথায় পাওয়া যায়? –

উত্তর : SA লােড।

18. পানি থেকে বরফ হলে কি পরিবর্তন হয়?

উত্তর: আয়তন বাড়ে , লত্ব কমে।

19. এরিথ্রোপােযােটিন কোথা থেকে ক্ষরিত হ্য?

উত্তর : কিডনি ।

20. প্যারাসিমপ্যাথেটিক নার্ভ কোনটি?

21. Refractory এর antonym কি?

উত্তর : obedience

22. নিউক্লিয়াসের বিভাগকে কি বলে?

উত্তর: ক্যারিওকাইনেসিস ।

23. উদ্ভিদ কোষে কোনটি নেই?

উত্তর : সেন্ট্রোজো

24. স্টেইনলেস স্টিলে স্টিল ছাড়া আর কি থাকে?

উত্তর: ক্রোমিয়াম, নিকেল, কার্বন।

25. কোনটি পানিতে দ্রবণীয়?

উত্তর: অ্যামােনিয়া।

26. আদিকোষ কোনটিতে থাকেনা?

উত্তর: ব্রায়ােফাইটা।

27. অক্সিজেনের আইসােটোপ কয়টি?

উত্তর: ৩টি।

28.ফরমালডিহাইড ও পটাশিয়াম এর বিক্রিয়ায় কি পাওয়া যায় ?

উত্তর: মিথেন।

29.বঙ্গবন্ধু পাকিস্তান জেল থেকে কবে ফিরে আসে?

উত্তর: 1972 সালের 10 জানুয়ারি।

30. H-H এ কোন বন্ধন বিদ্যমান? –

উত্তর : সমযােজী বন্ধন।

31. পদ্মা সেতু নির্মাতা কে? –

উত্তর : বাংলাদেশ সরকার।

32. কোনটি চলরে ? –

উত্তর : জুস্পাের।

33. জাতীয় সংসদের স্থপতি কে? –

উত্তর : লুই আই কাল।

34. রান্নার কাজে ব্যবহৃত তরল গ্যাস কোনটি? –

উত্তর : বিউটেল।

35. কোনটি যৌগিক পাভা ন্য?বা।

36. 48 মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করলে কত সময় লাগে? –

উত্তর : 10 সেকেন্ড।

37. ডিএনএ ভাইরাস কোনটি ?

উত্তর : হেপাটাইটিস বি।

38. ব্যক্তির ভর 50 কেজি , 25 সেন্টিমিটার 20 সিডি , 10 সেকেন্ডে উঠলে কৃতকাজ কত ? –

উত্তর : 980 জুল

39. বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ দেয় কত সালে? –

উত্তর : ১৯৭ সালে।

40. মুক্তিযুদ্ধের সময় কয়টি সেক্টর ছিল?

উত্তর : ১১

41. ত্রাকের কোষ প্রাচীর কোনটি ?

উত্তর : কাইটিন।

42. রক্তনালী সংকোচন ঘটায় কোনটি?

উত্তর : সেরাটোনিন।

43. আন্তঃ কশেরুকীষ চাকতি কোন ধরনের তরুণাস্থি?

উত্তর : ভে ওম্য।

44. নিচের কোনটি noun ন্য? –

উত্তর : fearly

45. কোন গ্যাস বাযুতে সবচেয়ে বেশি পাওয়া?

উত্তর : নাইট্রোজেন গ্যাস।

46. বৃষ্টির জন্য দায়ী কোনটি?

উত্তর : সালফার ডাই অক্সাইড।

47. গ্রীন হাউজ গ্যাস কোনটি?

উত্তর : কার্বন ডাই অক্সাইড

48. ফাইব্রিজোলেল (ভরি হ্য কোন অঙ্গ থেকে?

উত্তর : লিভার

49. পদার্থবিজ্ঞানের কোনটি চিকিৎসাশাস্ত্রে ব্যবহৃত হ্য না?

উত্তর : বায়ােমেট্রিক্স, Attendance

50. মসের স্ত্রী জননাঙ্গ কোনটি?

উত্তর : আর্কিগােলিঘাম

51. কোনটি গ্লোটিন গ্রহণের প্রবণতা বেশি?

উত্তর : অ্যামােনিয়া।

52. চাকা কোন সভ্যতার সাথে সম্পর্কিত নয়?

উত্তর : রৌপ্য

53. শূন্য মাধ্যমে আলাের বেগ কত? –

উত্তর : 299792458 kilometre per second.

54. খাদ্যবস্তু কোথায় বেশি শােষিত হয়? —

উত্তর : ৩’গুলাম |

55. রংধনুতে কোনটি হ্যা?

উত্তর : প্রতিফলন।

56. এন্টি বড়ি তৈরি করে কোনটি ? –

উত্তর : B লিম্ফোসাইট।

57. ১ কিউবিক সেকেন্ডে কত লিটার পানি থাকে?

উত্তর : 21.31 লিটার।

58. কোনটি উত্তল লেন্সের আকার হতে পারে না? –

উত্তর : সিলিন্ডার আকৃতি ।

59. অর্ধাযু প্রকাশ করে কোনটি দ্বারা? –

উত্তর : T 1/2

60. কোনটি আরক বিজারক হিসেবে কাজ করে ?

61. নীল লিটমাস কে লাল করে কোনটি?

উত্তর : এসিড ।

62. স্থায়ী থরতা দূর করা যায় না কোনটির দ্বারা ?

উত্তর : ফুটন্তু করণ।

63. প্রাকৃতিক গ্যাসে কোনটির আধিক্য থাকে?

উত্তর : মিথেন।

64. স্বাধীনতার সুম্ভ কোথায় অবস্থিত?

উত্তর : সােহরাওয়ার্দী উদ্যানে।

65. সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সম্মান দ্যে কোন সংস্থা?

উত্তর :  ইউনেস্কো।

66. কোনটি দ্বিস্তরী গ্রাণী?

উত্তর : হাইড্রা।

67. কোনটি ঐচ্ছিক পেশী? তি ।

68. কোনটি শিখা পরীক্ষায় সােনালী হলুদ বর্ণ দ্যে?

উত্তর :  সােডিয়াম।

61. কোনটি শক্তিশালী এসিড ? –

উত্তর : CI-CH2-COOH

70. কোথায় গ্যাসের বিনিময় হ্য?

উত্তর : অ্যালভিওলাস।

71. গবলেট কোষ বেশি কোথায় পাওয়া যায়?

উত্তর : বৃহদন্ত্র।

72. ৫% সােডিয়াম কার্বনেট কত মােলার?

উত্তর : 1.47 M।

73. কোনটি গ্যাসীয় অক্সিডাইজিং এজেন্ট ? –

উত্তর : 03।

74. কোনটি অগ্নিনির্বাপক হিসেবে ব্যবহৃত হয়? –

উত্তর : কার্বন ডাই অক্সাইড।

75. থেকে ইথাইল অ্যালকোহল তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?

উত্তর : জাইমেজ এনজাইম।

76. কোনটি বেশি দ্রবণীয়? –

উত্তর : NH3

77. আর্সেনিক দূষণ মাত্রা কত WHO অনুযায়ী? –

উত্তর : 01 মিলিগ্রাম/ লিটার।

78. কোনটি জারণ বিজারণ বিক্র্যিা ? :-

উত্তর : H2S + S02_

79. ৯৮.৬ ফারেনহাইট সেলসিয়াসে কত ?

উত্তর : ৩৬.৯৪ ডিগ্রি সেলসিয়াস।

40. ক্ষমতার একক ন্য?

81. 1 অশ্ব ক্ষমতা কত ওযাট? –

উত্তর : ৭৪৬ ওযাট।

82. পরম শূন্য তাপমাত্রা কত? –

উত্তর : ২৭৩ ডিগ্রি সেলসিয়াস।

83. উপবৃত্তাকার কক্ষপথে ধারণা দেন কে?

উত্তর : কেপলার।

84. শপের গ্রাবল্যের একক? –

উত্তর :  Wm^-2

85. কোনটি অর্ধরিবাহী ন্য?-

উত্তর :  Ag

86. ability synonym ন্য কোনটি? –

উত্তর : avail

87. This is the second time __? –

উত্তর : happened

88. I am accustomed _ such a life? —

উত্তর : to

89. If I get a lottery ,1_ a house? –

উত্তর : shall buy

90. Asraf_to Faridpur ? —

উত্তর : has gone

91. Alim _ in Dhaka for 10 years ? :–

উত্তর : has lived.

92. নিচের কোনটি passive ? — the room has been cleaned.

93. Present perfect continuous tense ?? —

উত্তর : it has been raining –

94. Present continuous tense ? –

উত্তর : don’t make noise I am trying to do this work.

95. ‘right’ verb ব্যবহৃত হয়? ——-

উত্তর :  It will right itself

96. ‘But” preposition হিসেবে? —

উত্তর : None But.

97. কোনটি ভিন্ন গ্রন্থি? —

উত্তর : অ্যাড্রেনাল –

98. HCI স্করণ কোন কোষ থেকে হ্য? –

উত্তর : প্যারাইটাল কোষ।

99. হাইড্রার নিডােসাইট কোথায় বেশি থাকে? –

উত্তর : কর্ষিকায়

১০০. কোনটি সার্বজনীন গ্রহীতা?

 

 

 

 

 

I Boss Host BD