So, RU Fine Arts Practical Exam 2024 is near. A couple of words about Fine Arts Admission (Practical Test). Congrats to those understudies or known current understudies who, most importantly, have chosen to take the Practical Examination in Arts. রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলায় ভর্তি পরীক্ষা ২০২৪ নিয়ে কিছু কথা পরিষ্কারভাবে জানানোর জন্য এই পোষ্টের উদ্দেশ্য l And hope many candidates will benefit from reading this post. Rajshahi University Fine Arts Exam 2024. .RU A Unit Fine Arts Practical Exam Date & Seat Plan. RU Fine Arts Admison 2024. Fine Arts Practical Exam Seat Plan

[Ads]
  • ru admission circular
  • ru admission tests
  • rajshahi university ru
  • final application
  • primary application
  • mark distribution
  • application fee

Contents

Rajshahi University Fine Arts Exam 2024

A Unit

  • Faculty of Arts, Law
  • Social Sciences
  • Fine Arts
  • Education and Research Institute

Admission Exam Result Release of Notice Rajshahi University Unit: A (Faculty of Arts, Faculty of Law, Faculty of Social Sciences, Faculty of Fine Arts and Institute of Education and Research) 1st Year Graduate (Honours) Admission Exam Result for the academic year 2021-2023 has released preliminarily.

[Ads]

RU Fine Arts Exam 2024 Notice

Category wise merit list for admission will published later. Candidates seeking admission in the Faculty of Fine Arts (1. Department of Painting, Oriental Art and Printmaking, 2. Department of Pottery and Sculpture, 3. Also, Department of Graphic Design, History of Crafts and Art), Department of Music and Department of Drama will be admitted on August 03, 2023, among applicants who have secured a minimum of 40 marks in preliminary results. To fill the prescribed form online between August 06, 2023.

Fine Arts Practical Exam Seat Plan

RU Department of Painting

[Ads]

RU Department of Graphic Design

ভর্তি পরীক্ষার ফল প্রকাশ সংক্রান্ত নােটিশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিট: A (কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)-এর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রাথমিকভাবে প্রকাশ করা হলাে। ভর্তির জন্য বিভাগ ভিত্তিক মেধা তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে। প্রাথমিক ফলাফলে ন্যূনতম ৪০ নম্বর প্রাপ্ত আবেদনকারীদের মধ্যে চারুকলা অনুষদ (১. চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগ, ২. মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগ ৩, গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগ), সঙ্গীত বিভাগ এবং নাট্যকলা বিভাগে ভর্তিচ্ছু প্রার্থীদেরকে আগামী ০৩ আগস্ট, ২০২৩ থেকে ০৬ আগস্ট, ২০২৪ তারিখের মধ্যে অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করতে হবে।

Web link for form filling: https://sites.ru.ac.bd/practicalchoice22/

When Will be Practical Exam of Fine Arts?

Fine Arts Faculty Practical (Drawing) Examination will held on August 12, 2023 from 11:00 AM to 12:00 PM.

RU A Unit Others Practical Exam Time

Practical Examination of Music Department and Drama Department will held on 11th, 12th, 14th and 16th August, 2024. The practical exam schedule for these two sections will be announced on August 07, 2024. A total of 1110 candidates from four groups have released on a proportional basis to participate in the written examination of the English department. Their written examination will held on August 12, 2024 from 9:00 AM to 10:00 AM.

সঙ্গীত বিভাগ ও নাট্যকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা ১১, ১২, ১৪ ও ১৬ আগষ্ট, ২০২২ তারিখে অনুষ্ঠিত হবে। এ দুই বিভাগের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ০৭ আগস্ট, ২০২২ তারিখে জানানাে হবে। ইংরেজি বিভাগে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য চার গ্রুপ থেকে আনুপাতিক হারে মােট ১১১০ জনের তালিকা প্রকাশ করা হলাে। তাদের লিখিত পরীক্ষা আগামী ১২ আগস্ট, ২০২২ তারিখ সকাল ৯:০০ থেকে ১০:০০ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

RU Fine Arts Exam 2024 More Information

Department wise final merit list will published in the order of preference of the aspirants after completion of the due process related to the admission test. Authority reserves the right to correct/cancel any inaccuracies in published results.

Rajshahi University fine art exam will be drawn?

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা পরীক্ষায় কি আঁকতে দিবে?

Generally, Rajshahi Arts allow copy drawing. You will given one or more pictures, to drawn 2-3 times larger or smaller than their actual size. Live human models usually not offered here. However, you can try to draw yourself by looking at your hands or fingers. And in copy drawing mostly still life, figure drawing, figure parts drawing etc. given. Still life can also arranged directly in front of you, allowing you to draw while looking at it. So expected that they will become common only if they practiced.

Rajshahi University Fine Arts Exam Pevious Questin

RU-Fine-Arts-Exam-2022

Rajshahi University Fine Arts admission Exam previous year question

সাধারণত রাজশাহী চারুকলায় কপি ড্রইং করতে দেয়। আপনাকে এক বা একাধিক ছবি দেওয়া হবে, সেগুলোর যা সাইজ আছে তারচেয়ে ২-৩ গুণ বড় বা ছোট সাইজ করে আঁকাতে হবে। লাইভ মানুষ মডেল সাধারণত এখানে দেওয়া হয় না। তবুও নিজের হাত বা আঙ্গুল দেখে নিজেই আঁকাতে চেষ্টা করতে পারেন। আর কপি ড্রইংয়ে বেশিরভাগ সময়েই দেওয়া হয় স্টিল লাইফ, ফিগার ড্রইং, ফিগার পার্টস ড্রইং ইত্যাদি। এছাড়াও স্টিল লাইফ সরাসরি সামনে সাজিয়ে দিতে পারে, সেটা দেখেও আঁকাতে দিতে পারে। তো আশা করা যায়, এগুলো প্র্যাকটিস করলেই কমন পড়বে। RU A Unit Fine Arts Practical Exam 2023

How to Practice ?

First let’s talk about Harsh Reality There is a lot of competition in the arts now. If you’ve never had drawing practice or a hobby, you don’t stand a chance. Even then come to take the exam, I won’t accept it, but you won’t get a chance. Many older siblings may say things like “so simple, never mind” but “haven’t the days changed?” And those who
Acts they know things. Now let’s practice a little, it is best if someone is known in the arts, go to him and show him a few things.

Searched the net by writing Figure Drawing, Parts Drawing, Still Life Drawing, downloaded it, started drawing two or three times bigger and smaller. Arrange small bell-bowl-ball-apple-grapes in the room on a chair or table and draw them.

আপনি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষার পরীক্ষার্থী হোন আপনার যদি ড্রয়িং সম্পর্কে আরো জানার থাকে তাহলে যোগাযোগ করুন

RU Fine Arts Practical Exam Result 2023

[Ads]

চারুকলা অনুষদের ব্যবহারিক পরীক্ষা ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ।

চারুকলা অনুষদের ব্যবহারিক পরীক্ষা কবে…? 

উত্তরঃ ১২ আগস্ট ২০২২.

কোথায়,কিভাবে,কখন,সিট কোথায় পরবে …? 

উত্তরঃক্যাম্পাসের ভেতরেই হবে,সিট প্ল্যান পরীক্ষার আগেই মেসেজ অথবা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে।

এখন কি কোন ফরম পূরণ করতে হবে…? 

হ্যা করতে হবে।এই ফরম পূরণ না করলে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।

লিংক: 

https://sites.ru.ac.bd/practicalchoice22/

চারুকলা অনুষদের ব্যবহারিক পরীক্ষা কবে?

উত্তরঃ ১২ আগস্ট ২০২২.

সকাল ১১:০০ থেকে ১২:০০.

কোথায়,কিভাবে,কখন,সিট কোথায় পরবে ? 

উত্তরঃক্যাম্পাসের ভেতরেই হবে,সিট প্ল্যান পরীক্ষার আগেই মেসেজ অথবা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে।

চারুকলায় সিট কয়টা ? 

উত্তরঃ- ১২০ টি।

  • চিত্রকলা,প্রাচ্যকলা,ছাপচিত্র বিভাগ-৪৫ টি
  • মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগ-৩০ টি
  • গ্রাফিক ডিজাইন,কারুশিল্প,শিল্পকলার ইতিহাস বিভাগ-৪৫ টি।

কি কি নিয়ে যেতে হবে? 

উত্তরঃ প্রবেশপত্র,রেজিস্ট্রেশন কার্ড,পেন্সিল 2b/4b/6b, রাবার,কাটার,ক্লিপ বোর্ডের কাজ আটকিয়ে রাখার জন্য,বোর্ড (হাফশিট সাইজ দোকানে গিয়ে বললেই হবে)

কি কি আঁকতে হবে, বা আসতে পারে? 

উত্তরঃ নির্দির্ষ্ট করে বলা মুশকিল। তবে বিগত দুইবছর ধরে ফিগার ড্রইং আসছে তাই বলা যায় এবারও আসতে পারে।ফিগার ড্রইং হলো মানুষ/পশুপাখি ইত্যাদির কাঠামোর অবয়ব আঁকা।(বিগত বছরের প্রশ্ন কমেন্ট বক্সে দেয়া আছে)এছাড়া চেয়ার,হাত পায়ের ছবিও দেয়া থাকতে পারে।

রেখা চিত্র মানে কি? 

উত্তরঃ রেখাচিত্র হলো স্কেচ ছাড়াই একটি লাইনের মাধ্যমে পুরো ড্রইং অঙ্কন করা।যদি রেখাচিত্র বলা হয়,তুমি যদি স্কেচ করো তবে খাতা বাতিল হয়ে যাবে।

কত পেলে চান্স পাবো? 

এটা নির্দিষ্ট করে বলা মুশকিল।তবে ৬০% নাম্বার পেলে চান্স পাওয়ার সুযোগ থাকবে।।

এমসিকিউ নাম্বার কি যোগ করা হবে? 

হ্যাঁ ২০%

আমার সিরিয়াল অনেক দূরে আমি কি চান্স পেতে পারি? 

উত্তরঃ ঐ যে বললাম চিত্রকলা,প্রাচ্যকলা,ছাপচিত্র বিভাগ ও মৃৎশিল্প,ভাস্কর্য বিভাগের ক্ষেত্রে এমসিকিউ নম্বর যোগ হবে না তাই ব্যবহারিক পরীক্ষায় ভালো করতে পারলেই চান্স।

 আমি তো ভালো ড্রইং পারিনা।আমি কি চান্স পাব? 

উত্তরঃ ড্রইং ভালো না পারলে এখানে না আসাটাই ভালো হবে।

১২ আগস্ট গুচ্ছ পরীক্ষা এখন আমি কি করতে পারি? 

উত্তরঃ- যদি তুমি ড্রইং ভালো পারো তবে রাবিতে চেষ্টা করতে পারো।যদি না পারো তবে চবিতেই তোমার যাওয়া উচিত।এবিষয়ে পরিবারের সাথে কথা বলাটা বেশি জরুরী।

গ্রাফিক ডিজাইন পেতে চাইলে ব্যবহারিক পরীক্ষায় কত নম্বর পেতে হবে? 

উত্তরঃ ৭০% নম্বর পেলে আশা করা যায়।

প্রশ্নঃ সেশনজট আছে…?

উত্তরঃ- অনুষদ হওয়ার পর থেকে কোন রকম সেশনজট নেই।যখন বিভাগ ছিল তখন সেশনজট ছিল।

আমি ড্রইং শিখতে চাই,এখন আমার করণীয় কি?

উত্তরঃ চারুকলা অনুষদের সিনিয়র ভাইয়া আপুরা ড্রইং শিখাচ্ছেন চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারো।

চারুকলা অনুষদে পড়াশোনা করে কি কি চাকুরী করা যাবে? 

উত্তরঃ-অনেকেই বলে চারুকলায় পড়াশোনা করে নাকি বেকার থাকতে হয় এটা পুরোপুরি ভুয়া একটি কথা।

জব সেক্টর :চারুকলা অনুষদভুক্ত বিভাগ সমুহে পড়াশোনা করে যে যে সেক্টর চাকুরি করা যাবে।

  • বিসিএস (সাধারণ ক্যাডার) ভুক্ত যেকোন পদে।

যেমন: প্রশাসন, পুলিশ, ট্যাক্স, কাস্টমস প্রভৃতি

  • বিসিএস (সাধারণ শিক্ষা)-

সরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলোতে

  • বাংলাদেশ ব্যাংক প্রেসের সহকারি পরিচালক (এক্স ক্যাডার) পদে
  • জাদুঘরগুলোতে
  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভিজ্যুয়াল আর্টিস্ট পদে
  • সমাজ সেবা অধিপ্তর, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিপ্তরসহ

প্রায় সকল অধিদপ্তরে শিল্পীর পদ আছে

  • সরকারি যে কোন ট্রেনিং সেন্টার
  • জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড
  • জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি
  • বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি
  • বিসিক
  • বাংলাদেশ পুলিশের ফরেনসিক ইউনিট
  • সরকারি মাধ্যমিক বিদ্যালয়
  • প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলো
  • গ্রাফিক আর্ট ইনস্টিটিউট
  • বাংলাদেশ টেলিভিশন
  • তথ্য মন্ত্রণালয়
  • বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন
  • তুলা উন্নয়ন বোর্ড
  • জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট
  • বন গবেষণা ইনস্টিটিউট
  • মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে
  • শিল্পকলা একাডেমি
  • শিশু একাডেমি
  • ক্যাডেট কলেজ সমূহে
  • রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ
  • কৃষি তথ্য সার্ভিস ইউনিট
  • পর্যটন কর্পোরেশন
  • বাংলাদেশ বিমান
  • বাংলা একাডেমি
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেস ও গ্রাফিক্স ইউনিট ইত্যাদি।

এর পরেও যদি কোন প্রশ্ন থাকে তবে করতে পারো।

সকলের জন্য শুভকামনা

তারিফ হাসান মেহেদী

গ্রাফিক ডিজাইন বিভাগ

আপনি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষার পরীক্ষার্থী হোন আপনার যদি ড্রয়িং সম্পর্কে আরো জানার থাকে তাহলে যোগাযোগ করুন 01745003440

I Boss Host BD