এই চারটি চিত্র অংকন করে কোনটি কায়িক শ্রম ও কোনটি মেধাশ্রম এবং কেন? নির্দেশনা
Class 8 Work and Life Oriented Education Sixth Week Assignment Question & Answer
অষ্টম শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষা পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের syllabus has published. You can get this syllabus and for more query visit: http://www.dshe.gov.bd
অষ্টম শ্রেণির ষষ্ঠ সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট
এই চারটি চিত্র অংকন করে কোনটি কায়িক শ্রম ও কোনটি মেধাশ্রম এবং কেন?
উত্তর
এই চারটি চিত্র অংকন করে কোনটি কায়িক শ্রম ও কোনটি মেধাশ্রম এবং কেন?
ও উত্তরঃ-মানুষ তার শারীরিক শক্তি দিয়ে কোনাে কাজে যে শ্রম দেয় তাই কায়িক শ্রম। আর মস্তিষ্ককে কাজে লাগিয়ে মানুষ তার মেধা মনন দিয়ে যে শ্রম দেয় তাই মেধাশ্রম। সহজ ভাবে বলতে গেলে মানুষের চিন্তাভাবনাই মেধাশ্রম। জীবনে বেঁচে থাকার জন্য কায়িক ও মেধা দুই প্রকার শ্রমই সমান। গুরুত্বপূর্ণ। মেধা শ্রম মূলত কাজের প্রেরণা যােগায় আর শারীরিক শ্রম তা সমাধান করতে সাহায্য করে। শ্রমই মানুষকে বেঁচে থাকার রসদ যােগায়। দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়ত নানা কাজ করে থাকি। এসব কাজ আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে। আমাদের সমাজে নানা পেশার মানুষ রয়েছেন ; যেমন
কামার, কুমার, তাঁতি, জেলে ইত্যাদি। তারা সবাই নিজ | নিজ কাজ করেন বলেই আমরা করতে আরামদায়ক জীবন -যাপন করতে পারি। কায়িক শ্রম আমাদের দেহ ও মনের জন্য খুবই জরুরি। এ এম শরীরের কার্যক্ষতা ঠিক রাখে। এবং রােগ প্রতিরােধ ক্ষমতা বাড়ায়।
বিদ্যালয়ের পাঠাগারে শিক্ষার্থীরা পড়ালেখা করছে এই কাজটি মেধা শ্রম। কারণ বই পড়তে আমাদের শারীরিক শক্তির তুলনায় মেধা শক্তির প্রয়ােগ অধিক করতে হয়। বই। পড়ে আমরা অনেক কিছু শিখতে পারি; জানতে পারি। আর এক্ষেত্রে মেধা শক্তির ভূমিকা মূখ্য বলেই বই পড়া মেধা | শ্রমের উদাহরণ। শিক্ষার্থী কর্তৃক শ্রেণিকক্ষ পরিষ্কার করার কাজ হচ্ছে কায়িক শ্রম। কারণ শ্রেণিকক্ষ পরিষ্কার করতে হলে আমাদের শারীরিক শক্তির প্রয়ােজন হয়। যেহেতু এই কাজে আমাদের শরীরের ব্যবহার হচ্ছে তাই শিক্ষার্থী কর্তৃক শ্রেণিকক্ষ পরিষ্কার করা একটি কায়িক শ্রম।
শ্রেণিতে শিক্ষক পাঠদান করছেন এই কাজ হচ্ছে মেধাশ্রম। কারণ শ্রেণিতে কোন বিষয়ক পড়াতে হলে শিক্ষককে অনেক কিছু পড়তে হয় , ভাবতে হয়, পরিকল্পনা করতে হয়। যেহেতু শিক্ষকতা করতে হলে মেধা খাটাতে হয় তাই শিক্ষকতা করা এক ধরনের মেধাশ্রম। শিক্ষকের বই বিতরণ একটি কায়িক শ্রম। কারণ বই বিতরণ করতে শরীরের প্রয়ােজন হয়; মেধার প্রয়ােজন হয় না। যেহেতু শুধুমাত্র শারীরিক শক্তি ব্যবহার করে শিক্ষক বই বিতরণ করছেন তাই এই কাজ কায়িক শ্ৰেম।।
উত্তর
ক. বিদ্যালয়ের পাঠাগারে শিক্ষার্থীরা পড়ালেখা করছে।
খ. শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ পরিষ্কার করছে।
গ. শ্রেণিতে শিক্ষক পাঠদান করছে।
ঘ. শিক্ষক বই বিতরণ করছেন।
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ–১
অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম
প্রথম অধ্যায়: মেধা, কায়িকশ্রম ও আত্মঅনুসন্ধান
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু
পাঠ–১ ও ২: সভ্যতার অগ্রযাত্রায় মেধা ও কায়িক শ্রম
পাঠ– ৩: আগুন আবিষ্কারের কাহিনী
পাঠ– ৪: চাকা অবিষ্কার : একটি মাইলফলক
পাঠ– ৫: পাত্র নিয়ে যত কথা
পাঠ– ৬: লিখন পদ্ধতি : মেধাশ্রম সংরক্ষণ
পাঠ– ৭: বল দেখি কোনটা কী?
পাঠ– ৮: রােবট: অসম্ভব হলাে সম্ভব
পাঠ– ৯: মহাকাশে অভিযান
পাঠ– ১০: শিক্ষা ও কর্মক্ষেত্রে আত্মমর্যাদাবােধ
পাঠ– ১১: আমি কী আত্মমর্যাদা সম্পন্ন?
পাঠ ১২: শিক্ষা ও কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস
পাঠ– ১৩: এসো আত্মবিশ্বাস যাচাই করি
পাঠ– ১৪: শিক্ষা ও কর্মক্ষেত্রে সৃজনশীলতা
পাঠ– ১৫: আমি কি সৃজশীল?
পেন্সিল দিয়ে চিত্রগুলাে আঁকতে বলুন।
প্রয়ােজনে পাঠ্যপুস্তকের সাহায্য নিতে বলুন।
এ্যাসাইনমেন্ট সঠিক সময়ে জমা প্রদান।
মূল্যায়ন রুব্রিক্স
অতি উত্তম:
১. চারটি চিত্রই সঠিকভাবে অঙ্কন করতে পারা
২. মেধাশ্রম ও কায়িকশ্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে পারা
৩. মেধাশ্রম ও কায়িকশ্রম সম্পর্কে যুক্তি দিতে পারা
৪. চিত্র ও লেখায় লক্ষণীয়মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা
৫. সঠিক শব্দ, বাক্য গঠন ও বানান ঠিক থাকা
৬. নির্ধারিত সময়ে এ্যাসাইনমেন্ট জমা দান
উত্তম:
১. চারটি চিত্রই সঠিকভাবে অঙ্কন করতে পারা
২. মেধাশ্রম ও কায়িকশ্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে পারা
৩. মেধাশ্রম ও কায়িকশ্রম সম্পর্কে যুক্তি দিতে পারা
৪. চিত্র ও লেখায় আংশিকমাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা
৫. সঠিক শব্দ, বাক্য গঠন ও বানান ঠিক থাকা
৬. নির্ধারিত সময়ে এ্যাসাইনমেন্ট জমা দান
ভালাে:
১. চারটি চিত্রই সঠিকভাবে অঙ্কন করতে পারা
২. মেধাশ্রম ও কায়িকশ্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে পারা
৩. মেধাশ্রম ও কায়িকশ্রম সম্পর্কে যুক্তি দিতে পারা
৪. চিত্র ও লেখায় আংশিকমাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা
৫. সঠিক শব্দ, বাক্য গঠন ও বানান আংশিক ঠিক থাকা
৬. নির্ধারিত সময়ে এ্যাসাইনমেন্ট জমা দান
অগ্রগতি প্রয়ােজন:
১. চারটি চিত্রই সঠিকভাবে অঙ্কন করতে পারা
২. মেধাশ্রম ও কায়িকশ্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে পারা
৩. মেধাশ্রম ও কায়িকশ্রম সম্পর্কে যুক্তি দিতে না পারা
৪. চিত্র ও লেখায় আংশিকমাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা অভাব
৫. শব্দ, বাক্য গঠন ও বানান আংশিক সঠিক এ্যাসাইনমেন্ট জমা দানে বিলম্ব করা