Class 7 Agriculture Assignment 3rd Weeks published by DSHE. So we discuss the class seven agriculture/Krishi Sikka assignment. ক্লাস সেভেন এর কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট ও তার উত্তর ষষ্ঠ সপ্তাহের. Our education system shut down for coronavirus School, College varsity Everything shut down. In addition to this situation, our government decided to evaluate the students on the basis of assignments. So Govt takes the assignment class 6,7,8,9 On a weekly basis. So The sixth week is the last week and students will be assessed on a full-week basis from the first to the sixth. Let’s start the Class 7 Agriculture Assignment.

Contents

Krishi Assignment

No annual class tests have been held this year for the Korona virus/COVID-19. So DSHE takes the decision to take the assignment. Students have already finished their 1st,2nd,3rd,4th, and 5th-week assignments. So finally and last week came out. This week students complete class seven Math, Agriculture, Home Science Assignment. Agriculture assignment 1st we talk about our/Bangladesh Agriculture. The number of 80 percent of people in our country depends on Agriculture. Through the tireless work of the farmer, we have food in our mouths. A large part of our country comes from agriculture. Most of the students in our country come from the village. So they have an excellent idea for Agriculture.

Class 7 Agriculture Assignment 3rd Weeks

How to write your Agriculture assignment. Firstly, you read your 6th-week Krishi/Agriculture assignment very carefully. Secondly, try to understand your topic very Consciously. Thirdly, write your and answer, try unique because a good mark depends on it. Answer all the questions very carefully. You want to good marks so you also careful with your handwriting and spelling. Finally, revise your all answer 4 or 5 times.

Class 7 Math Assignment 3rd Week & Answer

Class 7 Home Science Garostho Assignment 3rd Week & Answer

Class Seven Bangla 3rd Week Assignment With Answer

Class 7 Agriculture Assignment Question & Answer

Class-7-Krishi

 

১নং প্রশ্নের উত্তর

(ক) ফসলের মৌসুম বলতে কি বুঝ?

উত্তরঃ একটি ফসল বীজ বপন থেকে শুরু করে তার শারীরিক বৃদ্ধি ও ফুল ফল উৎপাদনের জন্য যে সময় নেয় তাকে ঐ ফসলের মৌসুম বলে। অর্থাৎ কোন ফসলের বীজ বপন থেকে শুরু করে ফসল সংগ্রহ পর্যন্ত সময়কে যে ফসলের মৌসুম বলে। ফসল উৎপাদনের জন্য সারা বছরকে দুটি মৌসুমে ভাগ করা হয়েছে। যথা
* রবি মৌসুম
* খরিপ, মৌসুম।

(খ) রবি মৌসুম ও খরিপ মৌসুমের পার্থক্য কি?

উত্তরঃ ফসল উৎপাদনের জন্য সারা বছরকে দুটি মৌসুমে ভাগ করা হয়েছে। যথা
১। রবি মৌসুম
২। খরিপ মৌসুম
রবি ও খরিপ মৌসুমের ভেতর বেশ কিছু পার্থক্য বিদ্যমান। নিম্নে তা উল্লেখ করা হলোঃ-

রবি মৌসুমখরিপ মৌসুম
১। তাপমাত্রা কম থাকে।১। তাপমাত্রা বেশি থাকে।
২। বৃষ্টিপাত কম হয়।২। বৃষ্টিপাত বেশি হয়।
৩। বায়ুর আদ্রতা কম থাকে।৩। বায়ুর আদ্রতা বেশি থাকে।
৪। ঝড়ের তাপমাত্রা কম থাকে।৪। ঝড়ের আশঙ্কা বেশি থাকে।
৫। শিলাবৃষ্টির আশঙ্কা কম থাকে।৫। শিলাবৃষ্টির আশঙ্কা বেশি থাকে।
৬। বন্যার আশঙ্কা কম থাকে।৬। বন্যার আশঙ্কা বেশি থাকে।
৭। রেখা ও পোকার আক্রমন কম হয়।৭। রোগ ও পোকর আক্রমন বেশি হয়।
৮। পানিসেচের প্রয়োজন হয়।৮। পানি সেচের তেমন প্রয়োজন হয় না।
৯। দিনের চেয়ে রাত বড় বা সমান হয়।৯। দিনের দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্যের সমান বা বেশি হয়।

(গ) মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলাে কী কী?

উত্তরঃ মুরগির দেহের জন্য অত্যাবশকীয় পুষ্টি উপাদানঃ মুরগির দেহের জন্য অত্যাবশকীয় পুষ্টি উপাদানগুলো হলো শর্করা, আমিষ, স্নেহ, খনিজ, লবণ, ভিটামিন ও পানি। সুষম খাবারে মুরগির দেহের প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো উপস্থিত থাকে। মুরগির পুষ্টির উৎস হিসেবে ব্যবহৃত বিভিন্ন খাদ্য উপকরণের তারিখা নিচে দেওয়া হলো।

ক্রমিক নংপুষ্টি উপাদানখাদ্য উপকরণ
01শর্করাগম, ভুট্টা, চালের গুড়া, গমের ভুসি
02আমিষশুটকি মাছের গুড়া, সয়াবিন তিলের, সরিষার তেল।
03স্নেহসয়াবিন, সরিষা, তিলের তৈল
04খনিজখাদ্য লবণ, হাড়ের গুড়া, ঝিনুক, শামুকের গুড়া।
05ভিটামিনশাক-সবজি, ভিটামিন মিশ্রণ
06পানিটিউবয়েল ও কূপের বিশুদ্ধ পানি

(ঘ) মুরগির খামারে খাদ্য ও পানি কেনাে গুরুত্বপূর্ণ?

উত্তরঃ মুরগির খাদ্য ব্যবস্থাপনা হচ্ছে অন্যতম প্রধান বিষয়। বসতবাড়িতে উন্নত জাতের মুরগি পালন করলে সুষম খাদ্য না দেওয় হলে প্রত্যাশিত ডিম ও মাংস পাওয়া যাবে না। খামারে মুরগি পালনে মোট ব্যয়ের ৭০% খাদ্য বাবদ খরচ হয়। মুরগি প্রচুর পরিমাণে পানি পান করে। তাই মুরগির খামারে খাদ্য ও পানি ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ।

২নং প্রশ্নের উত্তর

নির্ধারিত কাজ: কাঠাল গাছ সম্পর্কে নিচের ছকটি পূরণ কর।

পর্যবেক্ষনের বিষয়গাছের বৈশিষ্ট্য
ক. কী ধরনের উদ্ভিদক. সপুষ্পক উদ্ভিদ দ্বিবীঝপত্রী, কাঠল ও চিরহরিৎ
খ. কান্ডের বৈশিষ্ট্যখ. শক্ত ও হলদে রঙের হয়
গ. বীজের বর্ণগ. সাদা
ঘ. ফুলের বর্ণঘ. সবুজ
ঙ. কোথায় কোথায় চাষ হয়।ঙ. গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, রংপুরে চাষ করা হয়।
চ. কেমন মাটিতে চাষ হয়চ. বন্যামুক্ত সব ধরনের মাটিতে কাঁঠাল চাষ হয়।

Remark

In Other words, our efforts in creating thematic assignments ensure that everyone benefits. As a result, this is our activity in creating Bangla assignments for classes six to nine. Hopefully, we have been able to solve all the assignments very easily and properly. In order to, we will continue such activities in the future. so we hope you like it. Bangla Assignment 6 to 9

Stay tuned with us.🙌

For more query visit https://upodesh.com/.

https://upodesh.com/

I Boss Host BD