Class Seven Arts and Crafts 4th Week Assignment. ক্লাস সেভেনের চারু ও কারুকলা চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর l 4th Soptaho Charu O Karulola Assignment Somadhan. সপ্তম শ্রেণির চতুর্থ সপ্তাহের চারু ও কারুকলা অ্যাসাইনমেন্টের উত্তর l Class 7 Arts and Crafts Assignment 4th Week Answer. Similarly, Class 7 Arts and Crafts 4th Week Assignment Assignment Answer.সপ্তম শ্রেণির চারু ও কারুকলা চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট

Like last year, this year too the education system has disrupted due to pandemic conditions. The Department of Education is taking special initiatives to keep the education system of the students active. As a result, students are being given assignments. Because so that the students are active and active in the educational activities. It is a risky decision to keep the educational institution active for pandemic conditions. But keeping the education system running day after day would a wrong decision. Therefore, the Department of Education is urging to continue the education system in the alternative system until the educational institutions are opened.

[Ads]

Contents

Class 7 Arts and Crafts

This year, as last year, the assignment work was in progress. But suddenly the pandemic condition has deteriorating since last April. And so the assignment or scheduled tilt is declared off temporarily. And if the situation improves a bit, it is decided to keep the assignment running again. At present some improvement is being noticed in the pandemic condition. And so the assignment or scheduled work has re-introduced to the students. Department of Secondary and Higher Secondary Education (dshe.gov.bd) has resumed the assignment work. Suspended assignments or scheduled assignments have resumed from sixth to ninth grade. Note that in order to keep the students involved in the education system, assignments are scheduled for 2021 academic year like 2020 academic year.

Class Seven Arts and Crafts Forth Week Assignment Syllabus

Arts and crafts education enhances students’ ability to observe nature, environment, life and way of life. Arts and crafts education helps in acquiring practical knowledge and skills in other subjects such as general science, geography, medical science, engineering, science, architecture etc. Like other subjects, arts and crafts are an important subject.

সপ্তম শ্রেণির চতুর্থ সপ্তাহের চারু ও কারুকলা অ্যাসাইনমেন্ট

অধ্যায়বিষয় বস্তুর নাম
প্রথম অধ্যায়বাংলাদেশে চারুকলা শিক্ষার ইতিহাস

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু

পাঠ: ২ পাঠ: ৩

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ

চারু ও কারুকলা জীবন যাপনকে সুন্দর ও রুচিশীল করে এবং সমাজকে সুন্দরভাবে গড়তে সাহায্য করে ব্যাখ্যা কর।

উত্তর:চারুকলা একটি মানবীয় ক্রিয়া l যা দ্বারা সজ্ঞানে কতিপয় বাহ্যিক প্রক্রিয়া দ্বারা নিজের মনের অনুভূতি বা কোন ভাবকে এমনভাবে অপরের নিকট পৌঁছে দেয়, যেটা অপরের মন সেভাবে সংক্রমিত হয় তা উপলব্ধি করতে পারে l অপরদিকে যে কলা বা শিল্প প্রধানত দৈহিক ও ব্যবহারিক চাহিদা মেটানোর সঙ্গে আনন্দ দান করে তাকে কারুকলা বলে l

[Ads]

চারু ও কারুকলা জীবনকে সুন্দর ও রুচিশীল করে তোলে l সাহায্য করে সমাজকে সুন্দর ভাবে গড়তে l কেননা এর ফলে মানুষ মনের আনন্দের পাশাপাশি বেঁচে থাকার জন্য সৃজনশীল চিন্তাভাবনা দ্বারা বাস্তব জীবনের চিত্র ফুটিয়ে তোলে l এছাড়াও চারু ও কারুকলা জ্ঞান সম্পন্ন ব্যক্তির মধ্যে সবসময় উন্নত চিন্তা ভাবনা থাকায় সে রুচিশীল হয় l

তার, রুচিশীল কাজ সবাই পছন্দ করে এবং তার এই কারুকাজ দ্বারা অন্যদিকে সে আর্থিকভাবে লাভবান হয় l এতে করে তার জীবন হয় সুন্দর ও সচ্ছল l এর প্রভাব পড়ে সুন্দর সমাজ গঠনে l সমাজের লোকজন তার কাজ বা রুচিশীল কর্মকাণ্ড দ্বারা অনুপ্রাণিত হয় এবং নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে অঙ্গীকারবদ্ধ হয় l কারুশিল্পের মাধ্যমে

[Ads]

বিভিন্ন নকশা ছবি তৈরির মাধ্যমে সমাজের ছোট ছোট বাচ্চা ও কিশোরদের সৃজনশীল হওয়া এবং সেভাবেই নিজেকে প্রস্তুত করার জন্য কাজ করা সম্ভব হয় l উন্নত রুচিবোধ থাকায় সমাজে সবাই সুশৃংখল থাকে ফলে সমাজে অরাজকতা বিশৃঙ্খলা এবং অপরিচ্ছন্নতার সৃষ্টি হয় না l এর ফলে সমাজ হয়ে ওঠে অনেক সৃজনশীল গতিশীল এবং আধুনিক রুচিসম্পন্ন l যা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার প্রেরণা যোগায় l

তাই পরিশেষে বলা যায় চারু ও কারুকলা যেমন ব্যক্তি জীবন সুন্দর ও রুচিশীল করে গড়ে তোলে তেমনি সাহায্য করে সমাজকে সুন্দর,সঠিক ও সুশৃংখলভাবে সাজাতে l

নির্দেশনা

পাঠ্যপুস্তক/পারিপার্শ্বিক

অনুষঙ্গ/প্রয়ােজনবােধে। ইন্টারনেটের ব্যবহার ।

মূল্যায়ন রুব্রিক্স

প্রাসঙ্গিক বিষয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পারলে অতি উত্তম যথাযথভাবে মােটামুটি ব্যাখ্যা দানে উত্তম সাধারণ ব্যাখ্যায় ভালাে বিষয়ের কাছাকাছি লিখলেঅগ্রগতি প্রয়ােজন।

I Boss Host BD