Greetings, Students! Welcome to Upodesh.com, where you can find the 10th Week 2021 Assignment Questions and HSC 2022 Examiners for the 10th Week. As part of the assignment, students must respond to all of the questions for which a number has assigned. That example, by answering the question, the students will learn the total number of assignments that will be created. In fact, we have provided all of the questions, answers, and solutions for the seventh-week assignment on our website. HSC 2022 10th Week Economics 1st Paper Assignment Answer

[Ads]

Contents

Economics Assignment Answer 2022

As you may be aware, the Board of Secondary and Higher Education has published all of the ninth-week assignments for candidates of SSC 2022 Department of Business, Humanities, and Science on the website www.dshe.gov.bd.You must practice at home and submit it to the college with the help of our website, thus you may finish the assignments with the help of this website.

Remember that you must complete all assignments using your own reasoning mind. Only the sample on our website is answered; never copy and paste from here; instead, write in your own words and submit it to your teacher in its entirety. Those who are unaware of our site will informed, and they will visit our site to complete all HSC assignments.

[Ads]

HSC 2022 10th Week Economics 1st Paper Assignment 

The Board of Secondary and Higher Education has already published the 10th-week Economics Assignment for HSC Examiners in 2022. We have attempted to give the solution to the tenth-week assignment for HSC candidates in Science, Business, Education, and Humanities on a regular basis on our website. For the students of the Humanities Department, we will solve the job of Economics Tenth Week Assignment today.

It should reminded that the assignment work will resumed following a new meeting on the 24th of January. The work on the ninth assignment began on January 26 in this setting. Students will now receive weekly assignments on a consistent basis. In keeping with this, the tenth week’s assignment was released yesterday. Today, February 2nd, 2022 AD, is the 10th week’s assignment activities. Beginning on Wednesday.

During this closure, it is critical that every student completes the task correctly. As a result, each student should complete this project with great care and present it on time to the school teacher. In this case, however, the students will informed in advance by the school’s teachers and officials.

How to Write Answer Economics Assignment Answer

Today, I’ll talk about the answer with you. The HSC tenth-week assignment has released, as you are all aware. That means you have seven days to do the tenth-week task and submit it. As a result, there isn’t much time left to complete the eleventh-week HSC assignment.

The tenth-week assignment for HSC candidates in 2022 has emphasized a total of nine topics. The disciplines include English Second Paper, Physics First Paper, Politics, and Good Governance, Economics, Logic, Accounting, Food and Nutrition, Workshop Drawing and Workshop Practice, Second Paper, and Workshop Drawing and Workshop Practice Second Paper (Survey Science and Metallurgy). In today’s article, we’ll go over how to answer all of the aforementioned questions. As a result, all students who wish to know the answer to the HSC eleventh week assignment should carefully read our works. Because the answer to this week’s task will given in today’s article. 

Answer To The Ninth Week Of The HSC Assignment

We are aware that the HSC tenth-week assignment has questioned on a number of occasions. However, there is one thing that all students should be aware of. Students not required to complete assignments in all subjects. Students simply required to complete the assignment in all of their disciplines. For example, all students must complete the second letter of an assignment in English. Students in the science department required to submit their physics assignment answers.

Students in the humanities department will required to respond to questions about politics and economics. As a result, all students must complete their tasks in all of the subjects they have studied. The answer to each topic of the HSC tenth week assignment will discussed in depth in the next section of the article. As a result, read the topics you’ll be answering in the assignment attentively.

HSC 2022 10th Week Economics 1st Paper Assignment

Learning Outcome of 10th Week HSC 2022 Economics 1st Paper Assignment

  1. Be able to explain the production concept.
  2. Can explain how a change in one of the materials or materials of production affects production.
  3. HSC 2022 10th Week Economics 1st Paper Assignment Answer
[Ads]

কৃষক রফিক সাহেব এর ১বিঘা আয়তনের কৃষি খামারে নির্দিষ্ট পরিমাণ মূলধন নিয়ােগ এর মাথে শ্রমের নিয়ােগ একজন করে বৃদ্ধি করার মাধ্যমে ধান উৎপাদন করা সম্ভব হলাে যথাক্রমে ৫, ৯, ১২, ১৪ মন। পরবর্তী সময়ে উক্ত কৃষক একই জমিতে। পূর্বের অনুরূপ শ্রম ও মূলধন নিয়ােগের মাধ্যমে ধান উৎপাদন সম্ভব হয় যথাক্রমে ৬, ১০, ১৪ এবং ৩৫ মন। উপরােক্ত তথ্য উপাত্ত হতে উৎপাদন ধারার পরিবর্তন বিশ্লেষণ করা হলাে :

উৎপাদনের ধারণা(Concept of Production):

সাধারণ অর্থে উৎপাদন বলতে কোন কিছু সৃষ্টি করাকে বুঝায়। কিন্তু অর্থনীতিতে উৎপাদন বলতে শুধুমৃষ্টি করাকে বুঝায়। অর্থনীতিতে উৎপাদন বলতে কোন নির্দিষ্ট সময়ে কোন দ্রব্যের আকার ও আকৃতির পরিবর্তন করে দ্রব্যের উপযােগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। প্রকৃতপক্ষে মানুষ কোন কিছু সৃষ্টি করতে পারে না। মানুষের আশে পাশে যা কিছু রয়েছে সবই প্রকৃতির দান। মানুষ কেবল মাত্র প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপগত, গুণগত, পরিমাণগত ও অবস্থানগত পরিবর্তনের মাধ্যমে নতুন উপযােগ সৃষ্টি করতে পারে বা ভবিষ্যতের জন্য মজুদ রেখে অতিরিক্ত উপযােগ সৃষ্টি করতে পারে। এভাবে কোন দ্রব্যের আকার ও আকৃতি পরিবর্তন করাকে অর্থনীতিতে উৎপাদন বলে। যেমন- বন থেকে কাঠ সংগ্রহ করে আসবাবপত্র প্রস্তুত করে মানুষ কোন নতুন দ্রব্য বা পদার্থ সৃষ্টি করতে পারে না। শুধুমাত্র কাঠের আকার ও আকৃতি পরিবর্তন। করে আসবাবপত্র তৈরী করে উপযােগ সৃষ্টি করা হয়েছে মাত্র।

[Ads]

অর্থাৎ আমবাবপত্র তৈরীর মাধ্যমেই কাঠের উপযােগ সৃষ্টি করা হলাে। সুতরাং অর্থনীতিতে উৎপাদন বলতে কোন দ্রব্য সৃষ্টিকরাকে বুঝায় না; বরং দ্রব্যের আকার ও আকৃতি পরিবর্তন করে অধিক উপযোগ সৃষ্টি করাকে বুঝায়। বিভিন্ন অর্থনীতিবিদ উৎপাদনের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন।

অধ্যাপক মার্শালের মতে, “এ বস্তু জগতে মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তুকে অধিকতর উপযােগী করে তােলার উদ্দেশ্যে এরূপ পূর্নবিন্যাম করে যাতে তাকে অধিকতর কার্যোপযােগী করা যায়।”

অধ্যাপক ডানিয়েল বি.সুইটস এর মতে, “উৎপাদন হলাে এমন একটি পদ্ধতি যা দ্বারা মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তুকে ভােগের উপযােগী করে তুলতে পারে।”

সুতরাং সংক্ষেপে বলা যায়, যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষ প্রকৃতি প্রদত্ত সম্পদের সাথে নিজের শ্রম ও মূলধন নিয়ােগ করে। অধিকতর উপযােগ সৃষ্টি করে তাকে উৎপাদন বলে।

[Ads]

উপকরণের পরিবর্তন ও উৎপাদন (Change in Factors of Production and Production):

আমরা জানি, কোন দ্রব্য উৎপাদন করতে গেলে চারটি উপকরণ ভূমি, শ্রম মূলধন ও সংগঠনের প্রয়ােজন হয়। উৎপাদনকারী যখন উপকরণসমূহ বাড়াতে থাকে তখন উৎপাদনের পরিমাণও বাড়তে থাকে। কিন্তু দ্রব্যের উৎপাদন মকল ক্ষেত্রে উপকরণ ব্যবহারের অনুপাতে বৃদ্ধি পায় না। উৎপাদনের পরিমাণ কখনাে অধিক হারে, কখনাে কম হারে ও কখনাে সমহারে বৃদ্ধি পায়।

সুতরাং মােট উৎপাদনের উপর কোন উপকরণের প্রভাব কিরূপ তা জানার জন্য অন্যান্য উপকরণগুলােকে স্থির ধরে একটি উপকরণকে পরিবর্তনশীল ধরে এর ব্যবহার ক্রমাগত বৃদ্ধি করা হয়। এর ফলে উৎপাদনের যে পরিবর্তন ঘটে তা পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধিতে ব্যাখ্যা করা যায়। বিধিতে বলা হয়, অন্যান্য উপকরণ স্থির রেখে একটি পরিবর্তনশীল উপকরণ ক্রমাগত নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি করতে থাকলে উৎপাদন ক্ষেত্রে তিনটি পর্যায় বা স্তরের সৃষ্টি হয়। যা উৎপাদনের বিভিন্ন পর্যায় (Stages of Production) বা স্তর নামে পরিচিত। উৎপাদনের তিনটি পর্যায় বা স্তর হলােঃ

[Ads]

(১) প্রথম পর্যায়

(২) দ্বিতীয় পর্যায়

(৩) তৃতীয় পর্যায়

অনুমিত শর্তাবলীঃ

পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি অনুযায়ী উৎপাদন ক্ষেত্রে যে তিনটি পর্যায় দেখা যায় তা নিম্নলিখিত অনুমিত শর্তের উপর নির্ভরশীল।

(১) স্বল্পকালীন সময়।

(২) উৎপাদন কলাকৌশল ও কারিগরী স্থির।

(৩) শুধুমাত্র একটি উপকরণ পরিবর্তনশীল।

(8) পরিবর্তনীয় উপকরণের এককগুলাে সমজাতীয়।এবং

(৫) উপকরণ অনুপাত পরিবর্তনশীল।

ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি (Law of Increasing Marginal Returns):

উৎপাদন কার্যে ব্যবহৃত অন্যান্য উপকরণ এবং কলাকৌশল অপরিবর্তিত রেখে কোন দ্রব্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কোন নির্দিষ্ট উপকরণ যে হারে (শ্রম অথবা মূলধন) নিয়ােগ করা হয়, মােট উৎপাদন যদি মেই উপকরণ বৃদ্ধির হার অপেক্ষা অধিক হারে বৃদ্ধি পায়, তবে তাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলে।

এ বিধিটিশিল্পক্ষেত্রে বিশেষভাবে প্রযােজ্য। শিল্পক্ষেত্রে। অধিক শ্রম ও মূলধন নিয়ােগ করা হলে উৎপাদনের উপকরণগুলাের দক্ষতা এমনভাবে বৃদ্ধি পায় যে, উপকরণের খরচ বৃদ্ধির হার অপেক্ষা উৎপাদন বৃদ্ধির হার বেশী হয়। সাধারণত: শিল্পে বেশী পরিমাণ মূলধন নিয়ােগ করা হলে দক্ষ শ্রমিক, উন্নত যন্ত্রপাতি ও উৎপাদনের যুগপােযােগী কারিগরী কলাকৌশল ব্যবহার করা যায়। এর ফলে উৎপাদনের দক্ষতা বৃদ্ধি পায় এবং উপকরণ ব্যয়ের হার অপেক্ষা উৎপাদন বৃদ্ধির হার অধিক হয়।

উৎপাদন বৃদ্ধির এ প্রবণতাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলা হয়। নিম্নে মূচির সাহায্যে বিধিটি ব্যাখ্যা করা হলাে:

[Ads]
সংমিশ্রণজমির পরিমাণশ্রম ও মূলধন (টাকা)মােট উৎপাদন (TP)প্রান্তিক উৎপাদন (MP)
A১ একক৫০০০১০ মণ১০ মণ
B১ একক৬০০০২২ মণ১২ মণ
C১ একক৭০০০৩৬ মণ১৬ মণ
D১ একক৮০০০৫৬ মণ২০ মণ

ছকে দেখা যায় কোন দ্রব্য উৎপাদন কার্যক্রমে ৫০০০ টাকার শ্রম ও মূলধন নিয়ােগ করা হলে মােট উৎপাদন ১০ মণ এবং প্রান্তিক উৎপাদন ১০ মণ হয়। দ্বিতীয়বার ৬০০০ টাকার শ্রম ও মূলধন নিয়ােগ করা হলে মােট উৎপাদন ২২ মণ এবং প্রান্তিক উৎপাদন ১২ মণ হয়। তৃতীয়বার ৭০০০ টাকার শ্রম ও মূলধন ব্যবহার করা হলে মােট উৎপদান ৩৬ মণ এবং প্রান্তিক উৎপাদন ১৬ মণ হয়। চতুর্থবার ৪০০০ টাকার শ্রম ও মূলধন নিয়ােগ করা হলে মােট উৎপাদন ৫৬ মণ এবং প্রান্তিক উৎপাদন ২০ মণ হয়।

সূচিতে দেখা যায়, প্রতিবারই অতিরিক্ত শ্রম ও মূলধন নিয়ােগ করা হলে উপকরণ ব্যয়ের হার অপেক্ষা উৎপাদন বৃদ্ধির হার বেশী হয়। এটাই হলাে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদনবিধি।

ক্রমহামমান প্রান্তিক উৎপাদন বিধি (Law of Diminishing Marginal Returns):

উৎপাদনে ব্যবহৃত অন্যান্য উপকরণ ও কলাকৌশল অপরিবর্তিত রেখে কোন নির্দিষ্ট পরিমাণ উপকরণ যে হারে বৃদ্ধি করা হয়, মােট উৎপাদন যদি উপকরণ অপেক্ষা কম হারে বৃদ্ধি পায়, তবে তাকে ক্রমহাসমান প্রান্তিক উৎপাদনবিধি বলা হয়। এবিধিটি কৃষিক্ষেত্রে বিশেষভাবে প্রয়ােজ্য।

সাধারণত: কৃষি জমিতে যে হারে শ্রম ও মূলধন বৃদ্ধি করা হয় উৎপাদন তা অপেক্ষা কম হারে বৃদ্ধি পায়। যেমনকোন এক খন্ড নির্দিষ্ট জমিতে শ্রম ও মূলধনের ব্যবহার দ্বিগুণ করা হলে মােট উৎপাদন বৃদ্ধি পাবে কিন্তু দ্বিগুণ। অপেক্ষা কম হবে। সুতরাং একই জমিতে অতিরিক্ত শ্রম ও মূলধন নিয়ােগ করা হলে উপকরণ খরচের তুলনায় মােট উৎপাদন ক্রমশ কমতে থাকে। উৎপাদন বৃদ্ধির নিয়মকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিবলা হয়।নিম্নে মূচীর মাহায্যেবিধিটি ব্যাখ্যা করা হলাে:

[Ads]
সংমিশ্রণজমির পরিমাণশ্রম ও মূলধনের পরিমাণ (টাকা)মােট উৎপাদন (TP)

প্রন্তিক উৎপাদন (MP)

A১ একক ৫০০০২০ মণ২০ মণ
B১ একক৬০০০৩৫ মণ১৫ মণ
C১ একক৭০০০৪৫ মণ১০ মণ
D১ একক৮০০০৫০ মণ৫ মণ

ছক এ দেখা যায়, ১একর জমিতে ৫০০০ টাকার এম ও মূলধন নিয়ােগ করা হলে মােট উৎপাদন২০ মণ হয়। এখন দ্বিতীয় বার ৬০০০ টাকার শ্রম ও মূলধন নিয়ােগ করা হলে মােট উৎপাদন ও প্রান্তিক উৎপাদন যথাক্রমে ৩৫ মণ ও ১৫ মণ হয়।

তৃতীয়বার ৭০০০ টাকার শ্রম ও মূলধন ব্যবহার করা হলে মােট উৎপাদন ও প্রান্তিক উৎপাদন যথাক্রমে ৪৫ মণ ও ১০ মণ হয়। এভাবে একই জমিতে শ্রম ও মূলধনের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি করতে থাকলে মােট উৎপাদন বৃদ্ধি পাবে কিন্তু তা ক্রমহ্রাসমান হারে। ফলে শ্রম ও মূলধন ব্যয় বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উৎপাদন কমতে থাকে। এভাবে উপকরণ ব্যয় বৃদ্ধির সাথে সাথে যদি প্রান্তিক উৎপাদন কমতে থাকে তবে মেই বিধিকে মহামমান প্রান্তিক উৎপাদনবিধি বলে।

[Ads]
তথ্য উপাত্ত ব্যবহার করে কৃষিতে উৎপাদন ধারার পরিবর্তন বিশ্লেষণঃ

 কৃষি তথ্যপ্রযুক্তির মাধ্যমে এখন দেশের প্রায় সব কৃষককে সেবা দেওয়া সম্ভব। সম্প্রতি ক্যাটালিস্টের এক গবেষণায় দেখা গেছে, দেশের ৬৪ শতাংশ কৃষক মুঠোফোন ব্যবহার করেন। এর মাধ্যমে কৃষকদের কাছে পর্যাপ্ত তথ্য পোঁছানাে সম্ভবআলােচনায় মুঠোফোনের প্রতি মিনিটে কিছুটা বেশি খরচের বিষয়টি মেছে।

আমলে একটি মুঠোফোনসেবাকেন্দ্রের সঙ্গে আরও অনেক বিভাগ কাজ করে। এ ক্ষেত্রে মরকারসহ সংশ্লিষ্ট সবাই একসঙ্গে কাজ করলে খরচ কমে আসবে। ক্যাটালিস্ট ২০০৩ সাল থেকে কয়েকটি টেলিকম কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে কৃষকদের কৃষিতথেযর সেবা দিচ্ছে। ক্যাটালিস্ট গ্রামীণফোনের সঙ্গে ৫০০ গ্রামীণফোন কমিউনিটি ইনফরমেশনের মাধ্যমে কৃষকদের সেবা দিচ্ছে।

I Boss Host BD