[Ads]

Finally, assignment for the 8th week of SSC exam 2022 has published. Assignment activities for the 8th week of the upcoming SSC exam 2022 have started. As a result, assignment activities for all the subjects of the 8th week have published. SSC Exam 2022 Seventh Week Bangla 2nd Paper Assignment. Likewise, SSC 2022 8th Week Bangla 2nd Paper Assignment. SSC 8th Week Bangla 2nd Paper Assignment 2022. Bangla 2nd Paper 8th Week Assignment SSC Exam 2022. এসএসসি পরীক্ষা ২০২২ সপ্তম সপ্তাহের বাংলা ২য় পত্র অ্যাসাইনমেন্ট l ৮ম সপ্তাহের বাংলা দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্ট এসএসসি পরীক্ষা ২০২২ l ৮ম সপ্তাহের বাংলা ২য় পত্র অ্যাসাইনমেন্টের উত্তর সমাধান l 8th week Bangla 2nd Paper assignment uttor. Bangla 2nd Paper 8th Week Assignment SSC Exam 2022 With Answer. So, SSC 8th week Bangla 2nd Paper assignment 2022 with answer.

Keep an eye on our site to get all the weekly assignments of SSC 2022 and its solutions. SSC Bangla 2nd Paper All week assignments and their solutions is ready.

[Ads]

Contents

SSC Bangla 2nd Paper 8th Week Assignment

For the current pandemic situation, it is very difficult to keep the educational institutions open and keep the educational activities going. However, the government and the Ministry of Education are determined to take this year’s SSC exam. And to that end, the government has taken a number of steps and continues to do so. Assignment activities provided every week to keep the students focused on their studies.

That is the reason week after week task exercises have presented. That is the reason week after week task exercises have presented. Furthermore, for this, the 8th week assignments  has begun. Understudies will mentioned to finish these task exercises truly. Since the quantity of this task will related with the consequence of their board test. Subsequently, the consequences of 2022 SSC and HSC assessments rely upon the imprints acquired for the task exercises.

Since it is beyond the realm of imagination to expect to keep educating in the homeroom right now. Plus, if the pandemic condition doesn’t improve, it is beyond the realm of imagination to expect to educate in the study hall without guaranteeing the wellbeing consciousness of the understudies.

[Ads]

SSC Exam 2022 Bangla 2nd Paper 8th Week Assignment

Because of these exercises, the instructive exercises have truly useful, in any case the establishment for the block assessments has not wrapped. In like way, because of repeated crumbling of the pandemic condition, the level of the timetable during the load up assessment has over and over deferred. So the not really settled always to take the approaching SSC test. The public authority has taken different assignments to lead restricted assessments. Understudies are relied upon to complete two positions each week in three elective subjects on a social affair reason. On the event of SSC Exam 2022, understudies need to finish and submit. The Department of Secondary and Higher Education (dshe.gov.bd) has delivered the fifth week task of SSC 2022 up-and-comers.

The marks obtained from the assignment activities will directly linked to the marks obtained in the 2022 SSC examination. Therefore, students have instructed to complete the assignment activities with utmost importance.

SSC 8th Week Bangla 2nd Paper Assignment

SSC 8th Week Business Entrepreneurship

SSC 8th Week Geography & Environment Assignment

SSC 8th Week Physics Assignment

এসএসসি বাংলা ২য় পত্র অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ

সবার আগে নির্ভুল উত্তর পেতে আমাদের সাইটে চোখ রাখুন l সর্বোচ্চ নম্বরের নিশ্চয়তা পেতে আমাদের  অ্যাসাইনমেন্টের উত্তর গুলো দেখুন l মূলত আমরা খুব দ্রুত সময়ের মধ্যে অ্যাসাইনমেন্টের উত্তর প্রকাশ করার চেষ্টা করি l

SSC 8th Week Bangla 2nd Paper Assignment

SSC Class 10 Bangla 2nd Paper 8th Week Assignment Answer

[Ads]

বাংলা শব্দ গঠনের উপায়:

উপসর্গ যােগে শব্দ গঠন: বাংলা ভাষায় কিছু বদ্ধরূপমূল তথা শব্দাংশ রয়েছে যারা ধাতু বা প্রাতিপদিকের পূর্বে বসে এবং শব্দের অর্থের পরিবর্তন, পরিবর্ধন কিংবা সংকোচন সাধন করতে পারে। এদের উপসর্গ বলা হয়। এদের অর্থবাচকতা না থাকলেও অর্থদ্যোতকতা রয়েছে। অর্থাৎ, এরা নিজেরা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে সক্ষম না হলেও অন্য কোনাে ভাষিক উপাদানের সঙ্গে বসে এরা অর্থের নানাবিধ রূপান্তর ঘটাতে পারে। শব্দের শুরুতে যােগ হয়ে এটি নতুন শব্দ তৈরি করতে পারে, অর্থের সম্প্রসারণ ঘটাতে পারে, অর্থের সংকোচন ঘটাতে পারে এবং কখনও কখনও পুরাে অর্থটিই পাল্টে দিতে পারে। যেমন, ‘অপ’ একটি উপসর্গ, যা স্বাধীনভাবে ব্যবহৃত না হলেও সাধারণত কোনাে ক্ষতিকারক কিছুর দ্যোতনা তৈরি করে।

[Ads]

উদাহরণস্বরূপ বলা যেতে পারে, এটি যখন কারএর আগে বসে তখন অর্থের সংকোচন ঘটিয়ে নতুন শব্দ ‘অপকার’ তৈরি করে। আবার এটি যখন রূপ’ এর আগে বসছে তখন একদিকে অপ’ অংশটির সাধারণ যে অর্থদ্যোতনা তা পাল্টে গিয়ে ‘অপরূপ শব্দ তৈরির মধ্য দিয়ে রূপ’ শব্দটির অর্থের প্রসারণ ঘটাচ্ছে। অপর একটি উপসর্গ ‘অ বিভিন্ন শব্দ যেমন ভাব’ এর আগে বসে সম্পূর্ণ বিপরীত অর্থ বিশিষ্ট ‘অভাব তৈরি করছে। অর্থাৎ, এখানে উপসর্গ শব্দের অর্থের পরিবর্তন ঘটাচ্ছে।

প্রত্যয় যােগে শব্দ গঠন:

বাংলা ভাষায় ধাতু কিংবা প্রাতিপদিকের পরে বিভিন্ন বদ্ধরূপমূল যুক্ত হয়। এই বদ্ধরূপমূলগুলােকে প্রত্যয় নামে অভিহিত করা হয়। গঠন অনুসারে দুই রকমের প্রত্যয় বাংলা ভাষায় রয়েছে। এগুলাে হলাে : কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয় যুক্ত হয় ধাতুর সঙ্গে এবং তদ্ধিত প্রত্যয় যুক্ত হয় প্রাতিপদিকের সঙ্গে। উল্লেখ্য যে, ক্রিয়াশব্দের মূল অংশকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল বা ক্রিয়াপ্রকৃতি। অপরদিকে, বিভক্তিবিহীন নামশব্দকে বলা হয় প্রাতিপদিক বা নামপ্রকৃতি।

[Ads]

অর্থাৎ, ক্রিয়া কিংবা নামশব্দের মূল অংশকে সাধারণভাবে প্রকতি বলা হয়। এই সকল মূল অংশের সঙ্গে প্রত্যয় যুক্ত হওয়ার শর্তেই এদের প্রকৃতি হিসেবে চিহ্নিত করা যেতে পারে। প্রত্যয় যুক্ত হওয়ার সামর্থ্য রয়েছে এমন প্রকৃতি তথা ধাতু এবং প্রাতিপদিক উভয়ই অবিভাজ্য রূপমূল হয় এবং এদের সঙ্গে নির্দিষ্ট প্রত্যয় যুক্ত হওয়ার মধ্য দিয়ে নতুন শব্দ গঠিত হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে, মুক্তরূপমূল ‘শোন’ একটি ধাতু এবং এর সঙ্গে যুক্ত হতে পারে বদ্ধরূপমূল তথা প্রত্যয় ‘আ’। এর ফলে, নতুন শব্দ গঠিত হবে ‘শােনা। আবার মুক্তরূপমূল ‘ঘর’ একটি প্রাতিপদিক এবং এর সঙ্গে ‘আমি’ প্রত্যয় তথা বদ্ধরূপমূল যুক্ত হয়ে তৈরি হতে পারে নতুন শব্দ ‘ঘরামি’। এভাবে প্রকৃতি এবং প্রত্যয় যােগে বাংলা ভাষায় নতুন শব্দ গঠিত হয়। বাংলা ব্যাকরণে ধাতু চিহ্নিত করার জন্য নির্দিষ্ট ব্যাকরণিক চিহ্ন () ব্যবহৃত হয়। অর্থাৎ বল্ মানে বল্ ধাতু।

অর্থাৎ, বাংলা ভাষায় প্রকৃতি দুই প্রকার : নামপ্রকৃতি ও ক্রিয়াপ্রকৃতি।

নামপ্রকৃতির কয়েকটি উদাহরণ হলাে :

লাজ, বড়, ঘর প্রভৃতি। অপরদিকে, ক্রিয়াপ্রকৃতির কয়েকটি উদাহরণ হলাে- পড়ু, নাচ, জিত্ প্রভৃতি।

একইভাবে, গঠন অনুসারে বাংলা ভাষায় প্রত্যয় দুই প্রকার : কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়।

কৃৎ প্রত্যয়ের কয়েকটি উদাহরণ হলাে :

-উক, -আই, – আমি এবং তদ্ধিত প্রত্যয়ের কয়েকটি উদাহরণ হলাে :-উয়া, -উনে এবং -আ।

[Ads]

সমাসের সাহায্যে শব্দ গঠন:

বাংলা ভাষায় সমাস মূলত এক ধরনের যৌগিকীকরণ। অর্থাৎ, এর সাহায্যে একাধিক শব্দ মিলিত হয়ে যৌগিক শব্দ তৈরি হয়। বলা চলে যে, বাগর্থগত সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের এক শব্দে পরিণত হওয়ার প্রক্রিয়াই হলাে সমাস। এর সাহায্যে ভাষাকে সংহত ও সংক্ষেপিত করা সম্ভব হয়। ভাষার ব্যবহারিক মাধুর্য বৃদ্ধি পায়। সমাসের সঙ্গে সম্পর্কিত কিছু পরিভাষা হলাে ব্যাসবাক্য, সমস্তপদ, সমস্যমান পদ, পূর্বপদ এবং পরপদ। নিচের একটি উদাহরণ এই পরিভাষাসমূহের পরিচয় তুলে ধরতে সক্ষম। ‘বিদ্যালয় একটি সমাসবদ্ধ শব্দ। অর্থাৎ, এই সমাসের সমস্তপদটি হলাে ‘বিদ্যালয়; আর এর ব্যাসবাক্য হলাে : ‘বিদ্যার আলয়।

সমস্যমান পদগুলাে হলাে :

বিদ্যা, আলয় এবং ষষ্ঠী বিভক্তি ‘র। এই সমাসের পূর্বপদ হলাে বিদ্যা এবং পরপদ হলাে আলয়। সমাস হলাে শব্দগঠনের প্রক্রিয়া। আর তাই একই শব্দ কখনও কখনও একাধিক প্রক্রিয়ায় সমাসনিষ্পন্ন হতে পারে। এ কারণে ব্যাসবাক্য অনুসারেই সমাস নির্ণয়ের প্রয়ােজন হয়। বাংলা ভাষায় প্রধাণত ছয় প্রকারের সমাস রয়েছে। এগুলাে হলাে : দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু ও অব্যয়ীভাব। এছাড়া কিছু অপ্রধান সমাসও রয়েছে। যেমন : প্রাদি, নিত্য, সুপসুপা প্রভৃতি। পূর্বপদ কিংবা পরপদের প্রাধান্যের ওপর ভিত্তি করে সাধারণত সমাস নির্ণয় করা হয়ে থাকে।

‘মমতাদি’ গল্প থেকে মােট ২৪টি উপসর্গ, প্রত্যয় ও সমাস সাধিত শব্দ শনাক্ত করে বিশ্লেষণ করা হলাে-

[Ads]

১। উপদেশ = উপ+দেশ: তৎসম উপসর্গ

২। সযত্নে = স+যত্নে: বাংলা উপসর্গ

৩। অতিরিক্ত = অতিরিক্ত: তৎসম উপসর্গ

৪। অপূর্ব = অ+পূর্ব : বাংলা উপসর্গ

৫। অপমান = অপ+মান: তৎসম উপসর্গ

৬। অনাহার=অনা+আহার: বাংলা উপসর্গ

৭। প্রত্যেক = প্রতি+এক: তৎসম উপসর্গ

৮। অসম্ভব = অ+সম্ভব: বাংলা উপসর্গ

৯। রান্না = রাঁধ+না: কৃৎ প্রত্যয়

১০। মায়াবী = মায়া+বি: তদ্ধিয় প্রত্যয়

১১। কর্তব্য = কৃ+তব্য: কৃৎ প্রত্যয়

১২। কৃতজ্ঞতা = কৃতজ্ঞ+তা: তদ্ধিত প্রত্যয়

১৩। কর্তা = কৃ+তা: কৃৎ প্রত্যয়

১৪। কান্না = কাঁদ+না

[Ads]

১৫। দেয় = দা+ষ

১৬। জয় = জি+অল: কৃৎ প্রত্যয়

১৭। রান্নাঘর = রান্নার নিমিত্ত ঘর: ৪র্থী তৎপুরুষ

১৮। গুরুনিন্দা = গুরুকে নিন্দা: ৪র্থী তৎপুরুষ

১৯। প্রতিবাদ = বিরুদ্ধবাদ: অব্যয়ীভাব সমাস

২০। প্রতিদিন = দিন দিন: অব্যয়ীভাব সমাস

২১। হতশ্রী = হত হয়েছে শ্রী যার: সমানাধিকরণ বহুব্রীহি

২২। বই খাতা = বই ও খাতা: দ্বন্ধ সমাস

Conclusion

Ultimately, we wish the understudy siblings and sisters the very best. We will proceed with our endeavors for the general participation of the understudies. There was a gift that the understudies could accomplish their ideal objective. In the event that we can benefit them in any way in the method of their prosperity, we will see ourselves as effective. Stay with us up to that point.

I Boss Host BD